প্রথম দু'ম্যাচ জিতে ভারত আগেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছিল। এবার তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য ব🥀িষয় হল, নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে জিম্বাবোয়ে দুর্দান্ত লড়াই ফিরিয়ে দেয় ভারতীয় দলকে। যদিও তাতে লজ্জা এড়ানো সম্ভব হয়নি তাদের পক্ষে।
ম্যাচ ও সিরিজের সেরা গিল
৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস ও ২টি অনবদ্য 🅠ক্যাচের জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শুভমন গিল। ৩ ম্যাচে ২৪৫ রান করে সিরিজের সেরা ক্রিকেটারের🌠 পুরস্কারও জেতেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন গিল। সেই সঙ্গে তিনি পকেটে পুরেছিলেন সিরিজ সেরার পুরস্কারও।
রুদ্ধশ্বাস জয় ভারতের
৪৯.৩ ওভারে ভিক্টর নিয়াউচিকে বোল্ড করেꦬন আবেশ খান। ভারতের ৮ উইকেটে ২৮৯ রানের জবাবে জিম্বাবোয়ে অল-আউট হয়ে যায় ২৭৬ রানে। ১৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ ক🃏রেন লোকেশ রাহুলরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের এটি টানা ১৫ নম্বর ওয়ান ডে জয়। আবেশ ৬৬ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন দীপক চাহার, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। ১টি উইকেট নেন শার্দুল।
শার্দুলের বলে রাজার দুর্দান্ত ক্যাচ ধরলেন গিল
৪৮.৪ ওভারে শার্দুলের বলে রাজার দুর্দান্ত ক্যাচ ধরেন গিল। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ১১৫ রান করেন সিকন্দর। জিম্বাবোয়ে ২৭৫ রানে ৯ উ🦩ইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান ভিক্টর নিয়াউচি। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার জিম্বাবোয়ের।
ইভান্সকে ফেরালেন আবেশ
৪৭.৬ ওভারে ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন আবেশ খান। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৮ রান করে✃ মাঠ ছাড়েন তিনি। জিম্বাবোয়ে ২৭৩ রানে ৮ উইকেট হারায়। জয়ের জন্য শেষ ২ ওভারে ১৭ রান দরকার তাদের।ꦰ সিকন্দর রাজা ১১৪ রানে ব্যাট করছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিচার্ড।
লড়াকু শতরান রাজার
৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ব্যক্তღিগত শতরান পূর্ণ করেন সিকন্দর রাজা। ৪৭ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ২৫৭ রান। জয়ের জন্য ৩ ওভারে ৩৩ রান দরকার তাদের। সিকন্ꦫদর রাজা ১০৩ রানে ব্যাট করছেন।
২৫০ ছুঁল জিম্বাবোয়ে
৪৬ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ২৫০ রান। জয়ের জন্য শেষ চার ওভারে ৪০ রান দরকার তাদের।🦹 সি♔কন্দর রাজা ৯৯ রানে ব্যাট করছেন। ২২ রান করেছেন ইভান্স।
৫ ওভারে জিম্বাবোয়ের দরকার ৫২ রান
জয়꧒ের জন্য শেষ ৫ ওভারে ♎জিম্বাবোয়ের দরকার ৫২ রান। তারা ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৮ রান সংগ্রহ করেছে। সিকন্দর রাজা ৮৩ বলে ৯১ রান সংগ্রহ করেছেন।
২০০ টপকাল জিম্বাবোয়ে
৪১তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ২১১ রান। ৭১ বলে ৭৩ রান করেছেন সিকন্দর রাজা। ১৬ বলে ১০ রান করেছেন ব্র্যাড ইভান্স। ৪২ ওভারে জিম্বাবোয়ে সংগ্রহ করে নেয় ৭ উইকেটে ২১🍨৫ রান। অক্ষর প্যাটেল ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
শার্দুলের ওভারে ২০ রান
৩৯তম ওভারে শার🎃্ℱদুল ঠাকুর ২০ রান খরচ করেন। পরপর ৩টি চার মারেন সিকন্দর রাজা। জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ১৯৫ রান। সিকন্দর রাজা ৬৬ বলে ৬৫ রান করেছেন।
লিউক জংউই আউট
৩৫.৫ ওভারে কুলদীপের বলে গিলের হাতে ধরা পড়েন লিউজ জংউই। ১🎃টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৪ রান করেন তিনি। জিম্বাবোয়ে ১৬৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্র্য়াড ইভান্স। সিকন🔥্দর রাজা ৪৬ রানে ব্যাট করছেন। কুলদীপ ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে।
১৫০ টপকাল জিম্বাবোয়ে
৩৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডꦓি টপকে যায় জিম্বাবোয়ে। ৩৪ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে 💟১৫৩ রান। সিকন্দর রাজা ৪৩ রানে ব্যাট করছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
রায়ানকে ফেরালেন চাহার
৩২.১ ওভারে দীপক চাহারের বলে শিখর ধাওয়ানের হাতে ধর𝓰া পড়েন রায়ান। ১৬ বলে ৮ রান করেন তিনি। জিম্বাবোয়ে 🌞১৪৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিউক জংউই।
২০ ওভারে ১৬০ রান দরকার জিম্বাবোয়ের
৩০ ওভারে জিম্বাবোয়ের স্কোর🌼 ৫ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে তাদের দরকার ১৬০ রান। সিকন্দর রাজা ৩৪ বলে ২৫ রান করেছ👍েন।
কাইতানো আউট
চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরে ফিরে এ🐼সে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না কাইতানো। ২৭.২ ওভারে কুলদীপের বলে তাঁকে স্টাম্প-আউট করেন ইশান কিষাণ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ১৩ রান করেন কাইতানো। জিম্বাবোয়ে ১২২ রানে ৫ উইকেট 🐲হারায়। ব্যাট করতে নামেন রায়ান বার্ল।
অক্ষরের দ্বিতীয় শিকার চাকাবভা
২৬.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রেগিস চাকাবভা। ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৬ ♏রান করেন জিম্বাবোয়ে দলনায়ক। জিম্বাবোয়ে ১২০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে ফেরেন কাইতানো, যিনি চোট পেয়ে মাঠ ছেড়েছ✨িলেন।
অর্ধেক ইনিংস শেষ
জয়ের জন্য শেষ ২৫ ওভারে ১৭৪ রান দরকার জিম্বাবোয়ের। প্র🎶থম ২৫ ওভারে তারা ৩ উইকেটে ১১৬ রান তুলেছে। সিকন্দর ১৯ ও চাকাবভা ১৫ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল জিম্বাবোয়ে
𝓡২২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ড🍨ি টপকে যায় জিম্বাবোয়ে। তাদের স্কোর ৩ উইকেটে ১০১ রান। সিকন্দর রাজা ১০ ও চাকাবভা ৯ রানে ব্যাট করছেন।
মুনিয়ঙ্গাকে ফেরালেন আবেশ
১৭.৫ ওভারে আবেশ খানের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন টনি মুনিয়ঙ্গা। ২টি ꦿবাউন্ডারির সাহায্যে ৩১ বলে ১৫ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন রেগিস চাকাবভা।
উইলিয়ামসকে ফেরালেন অক্ষর
১৬.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সিয়ান উইলিয়ামস। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন উইলিয়ামস। জিম্বাবোয়ে ৮২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর ℱরাজা।
লড়াই চালাচ্ছেন উইলিয়ামস
১৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৭৫ রান। উইলিয়ামস ৩৮ বলে ৩৯ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছ🏅েন। ২৮ বলে ১৪ রান করেছেন টনি।
৫০ টপকাল জিম্বাবোয়ে
১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় জিম্বাবোয়ে। ১১ ওভার শেষে জিম্বাব꧃োয়ের স্কোর ১ উইকেটে ৫২ রান। উইলিয়ামস ২৪ বলে ২৮𒆙 রান করেছেন।
অবসৃত কাইতানো
৫.২ ওভারের পরে পায়ে টান ধরায়ꦰ অস্বস্ত♋িতে দেখায় কাইতানোকে। ফিজিও মাঠে নামেন। পরে পুনরায় ব্যাটিং শুরু করেন তিনি। ওভারের শেষ বলে ছক্কাও মারেন। তবে তার পরেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় কাইতানোকে। ৬ ওভারে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৩৬ রান। কাইতানো ১৫ বলে ১২ রান করে প্রাথমিকভাবে মাঠ ছাড়েন।
কাইয়াকে ফেরালেন চাহার
২.৩ ওভারে ইনোসেন্ট কাইয়াকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান দীপক চাহার। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে বল প্যাডে লাগার প💎রে ব্যাটে লেগেছে বুঝেই রিভিউ নেয় ভারত। ফলে অম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করেন কাইয়া। 🍸জিম্বাবোয়ে ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিয়ান উইলিয়ামস।
জিম্বাবোয়ের রান তাড়া করা শুরু
জিম্বাবোয়ের হয়ে ওপেন করতে নামেন কাইতানো ও কাইয়া। বোলিং শুরু করেন দীপক চাহার। ইনিংস শুরুর আগেই চাহার কাইয়াকে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করেন। তবে মানকাডিংয়ের পরে ভারত আউটের আবেদন জানায়নি। নিছক হালকা চালেই চাহার এক্ষেত্রে নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে সতর্ক করেন বলা যায়। প্রথম ওভারে ২ রান ওঠে। ১ রান ꦍআসে লেগ-বাই হিসেবে।
জিম্বাবোয়ের টার্গেট ২৯০
ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৮৯ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য জিম্বাবোয়ের দরকার ২৯০। দীপক চাহার ১ ওꩲ কু༺লদীপ যাদব ২ রানে নট-আউট থাকেন। ইভান্স ১০ ওভারে ৫৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
৫ উইকেট ইভান্সের
৪৯.৩ ওভারে ইভান্সের বলে নিয়াউচির হাতে ধরা দেন শার্দুল ঠাকুর। ইভান্স ম্যাচে ৫ উইকেটের বৃত্𒁃ত পূর্ণ করেন। শার্দুল ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। ভারচ ২৮৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।
গিল আউট
৪৯.১ ওভারে ইভান্সের বলে কাইয়ার হাতে ধরꩲা পড়েন শুভমন গিল। ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন গিল। ভারত ২৮২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার। ইভান্সের এটি ম্যাচে চতুর্থ শিকার। উল্লেখযোগ্য বিষয় হল, জিম্বাবোয়েতে একদিনে💦র আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গিল টপকে যান ১৯৯৮ সালে সচিনের খেলা অপরাজিত ১২৭ রানের ইনিংসকে।
অক্ষর প্যাটেল আউট
স্লগ ওভারে স্যামসনের মতোই ব্যাট চালাতে গিয়𓂃ে আউট গলেন অক্ষর প্যাটেল। ৪৭.৪ ওভারে নিয়াউচির বলে সিকন্দর রাজার হাতে ধরা পড়েন অক্ষর। ৪ বলে ১ রান করেন তিনি। ভারত ২৭২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। গিল ১২৮ রানে ব্যাট করছেন।
স্যামসন আউট
৪৫.২ ওভারে শর্ট ফাইন-লেগে জীবনদান পান গিল। সেই ওভা♒রের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি ছক্কা মারেন সঞ্জু স্যামসন। জংউইয়ের ওভারের শেষ বলে কাইতানোর হাতে ধরা পড়ে যান স্যামসন। ১৩ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন স্যামসন। ভারত ২৫৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। গিল ব্যাট করছেন ১১২ রানে।
সেঞ্চুরি গিলের
১২টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে𝓰 ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ওয়ান ডে কেরিয়ারের তো বটেই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে গিলের এটি প্রথম শতরান। ৪৪ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। গিল ১০৪ ও স্যামসন ১ রানে ব্যাট করছেন।
হুডা আউট
৪২.৬ ওভারে ইভান্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দীপক হুডা। ৩ বলে ১ রান করেন দীপক। ভারত ২২৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট ক🦹রতে নামেন সঞ্জু স্যামসন। ইভন্সের এটি ম্যাচে তৃতীয় শিকার।
রান-আউট ইশান
৪২.১ ওভারে গিলের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানান ইভান্স। তবে আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় জিম্বাবোয়ে। তবে সেই বলেই রান নেওয়ার চেষ্টায় ক্রিজের বাইরে বেরিয়ে যান ইশান। তিনি আর নন-স্ট্রাইকার প্রান্তের ক্রিজে পিরতে পারেননি। সরাসরি থ্রোয়ে স্টাম্প ছিটকে দেন ফিল্ডার মুনিয়ঙ্গা। ব্যাটের কানা লাগায় গিল বেঁচে যান। তবে রান-আউট হয়ে সꦚাজঘরে ফিরতে হয় ইশানকে। তিনি ৫০ রান করে মাঠ ছাড়েন। ভারত ২২৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা।
হাফ-সেঞ্চুরি ইশানের
৬টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। ৪২ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ২২৪ রান। গিল ৯৭ ও ইশান ৫০ রানꦕে ব্যাট ক🌞রছেন।
২০০ টপকাল ভারত
৪০ ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ২১০ রান। গিল ব্যাট করছেন ব্যক্তিগত ৮৭ রানে। ৭১ বলের ইনিংসে তিনি ১১টি চা♛র মেরেছেন। ইশান ব্যাট করছেন ৫৬ বলে ৪৬ রান করে। তিনি ৬টি চার 🤡মেরেছেন।
ব্যাট চালাচ্ছেন গিল
৩৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৮২ রান। ৬০ বলে ৭১ রান করেছেন শুভমন গিল। তিনি ১০টি চার মেরেছেন। ৪৯ বলে ৩৫ রান করেছেন ইশান কিষাণ। তিনি ৫টি চার ཧমেরেছেন।
হাফ-সেঞ্চুরি গিলের, দেড়শো টপকাল ভারত
৬টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ৩৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৬১ রান। গিল ৮টি বাউন্ডারির 🔯সাহায্যে ৫৫ বলে ৬০ রান করেছেন। ইশান ৩টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ২৫ রান সংগ্রহ করেছেন।
পরিস্থিতি সামলাচ্ছেন গিল
৩০ ওভারে ভারেতর স্♒কোর ২ উইকেটে ১৩০ রান। ৪১ বলে ৪২ রান করেছেন শুভমন গিল। ২৬ বলে ১২ রান করেছেন ইশান কিষাণ। গিল ৬টি চার মেরেছেন।
১০০ টপকাল ভারত
দলগত ১০০ রানের গণ্ডি টপকাতে ২৫ ওভার লেগে গেল টিম ইন্ডিয়ার। অ𒈔র্ধেক ইনিংস শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০৬ রান। শুভমন গিল ২৬ বলে ২৯ রান করেছেন। তিনি ৫টি বাউন্ডারি মেরেছেন। ১১ বলে ১ রান করেছেন ইশান কিষাণ।
শিখর ধাওয়ান আউট
২০.৬ ওভারে ইভান্সের বলে উইলিয়ামসের হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ভা🍬রতের দুই ওপেনারকেই সাজঘরে ফেরান ইভান্স। ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন গব্বর। ভারত ৮৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ। গিল ১০ রানে ব্যাট করছেন।
ধীর ব্যাটিং ভারতের
২০ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭৭ রান। ৬৬ বলে ৩৯ রান করেছেন শিখর ধাওয়𝕴ান। তিনি ৫টি চার মেরেছেন। ৯ বলে ৪ রান করেছেন শুভমন গিল।
লোকেশ রাহুল আউট
১৪.৪ ওভারে ইভান্সের বলে ছক্কা মারেন লো🎐কেশ রাহুস। সেই ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৩০ রান করেন রাহুল। ভারত দলগত ৬৩ রানে ১ উইকেট হা🎶রায়। ব্যাট করতে নামেন শুভমন গিল।
৫০ টপকাল ভারত
ধাওয়ান-লোকেশের ওপেনিং জুটিতে ৫০ টপকাল টিম ইন্ডিয়া। ১৩ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৪২ বলে ২৮ রান করেছেন শি♛খর ধাওয়ান। ৩৭ বলে ২০ রান করেছেন লোকেশ রাহুল।
১০ ওভারেও ৫০ টপকাতে পারল না ভারত
১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার দলগত সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। ৩৬ বলে ২৫ রান করেছেন শিখর ধাওয়ান। তিনি ৪টি চার 💟মেরেছেন। লোকেশ রাহুল ২৫ বলে ১২ রান সংগ্রহ করেছেন।
জীবনদান পেলেন ধাওয়ান
৬.৫ ওভারে রিচার্ড🔯ের বলে পয়েন্ট ফিল্ডার মু♍নিয়ঙ্গার হাত থেকে সহজ জীবনদান পান শিখর ধাওয়ান। ৭ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ধাওয়ান ২৯ বলে ১৮ রান করেছেন। রাহুল ১৩ বলে ৭ রান করেছেন।
আগ্রাসী ধাওয়ান, সতর্ক রাহুল
৩ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৬ রান তুলেছে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করেছেন ধা🌠ওয়ান। লোকেশ রাহুল করেছেন ৪ বলে ২ রান।
ধাওয়ানকে নিয়ে ওপেনে রাহুল
শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন রিচার♈্ড নগারাভা। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন ধাওয়ান। পঞ্চম বলে ফের একটি চার মারেন গব্বর। প্রথম ওভারে ৮ রান ওঠে।
জিম্বাবোয়ের প্লেয়িং ইলেভেন
তাকু কাইতানো, ইনোসেন্ট কাইয়া, সিয়ান উইলিয়ামস, টনি মুনিয়ঙ্গা, সিকন্দর রাজা, রেগিস চাকাবভা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রায়ান বার্ল, লিউক জংউই, ব্র্যাডলি ইভান্স, ভিক্টর নিয়াউচি ও ꦑরিচার্ড নগারাভা।
ভারতের প্লেয়িং ইলেভেন
শিখর ধাওয়ান, শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), লোকেশ রাহুল (ক্যাপ্টেন), দীপক হুডা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যা🌃টেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, দীপক চাহার ও আবেশ খান।
ভারতের প্রথম একাদশে একজোড়া বদল
ভারত ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত রাখে। তবে বোলিং লাইনআপে একজোড়া বদল করে। সিরাজ ও প্রসিধ কৃষ্ণার বদলে মাঠে নামা♉র সুযোগ পেয়ে যান দীপক চাহার ও আবেশ খান।
ফের টস জিতল ভারত
প্রথম দু'ম্যাচের মতো সিরিজের তৃত🔜ীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতল ভারত। এবার টস জিতে লোকেশ রাহুল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম দু'ম্যাচে ভারত টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল।
জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের হাতছানি
প্রথম দু'ম্যাচ জিতে 🐼ভারত ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতে জিম্বাবোয়েকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। জিম্বাবোয়ে ১৬১ রানে অল-আউট হয়ে যায়। ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থꦆাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেন লোকেশ রাহুলরা। ৩৯ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হল সঞ্জু স্যামসন।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিম্ಞবাবোয়ে শুরুতে ব্যাট করে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। রেগিস চাকাবভা ৩৫, ব্র্যাড ইভান্স অপরাজিত ৩৩ ও রিচার্ড নগারাভা ৩৪ রান করেন। দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল ৩টি করে উইকেট নে𝕴ন। পালটা ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়েই ১৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ান ৮১ ও শুভমন গিল ৮২ রান করে অপরাজিত থাকেন। চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে নামা দীপক চাহার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।