অবশেষে স্বস্তি পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অভিষ্কা গু🐠ণাবর্ধনে। দু'বছর ধরে লড়াই করার পর তাঁকে সব ধরণের অভিযোগ থেকে মুক্তি দিল স্বতন্ত্র ট্রাইবুনাল। তিনি চাইলে ক্রিকেটে আবার ফিরতে পারেন।
তবে আইসিসি-র দুর্নীতি দমন শাখা চাইলে, তাঁর বিরুদ্ধে ফের অ্যাপিল করতে পারে। সেই রাস্তা𒐪ও খোলা রাখা হয়েছে। ত💧বে আপাতত মুক্ত অভিষ্কা গুণাবর্ধনে। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে দু'টি অভিযোগ এনেছিল আইসিসি-র দুর্নীতি দমন শাখা। ১) নিয়ম ভেঙে প্রত্যক্ষ বা পরোক্ষে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া, ২) সব জেনেও নীরব থাকা।
২০১৯🥃 সালের ১০ মে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল। এর জেরে পুরো দু'বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন অভিষ্ඣকা গুণাবর্ধনে। শেষ পর্যন্ত ১০ মে ২০২১ সালে তিনি মুক্তি পেলেন।
একই সময়ে শ্রীলঙ্কার💞 প্রাক্তন বোলার নুয়ান জয়সার বিরুদ্ধেও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় চারটি চার♔্জ এনেছিল আইসিসি-র দুর্নীতি দমন শাখা।
যার জেরে জয়সাকে ছ'বছরের জন্য নির্বাসিত করা হয়। অন্য দিকে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকার কারণে দু'বছর পর সব অভিযোগ থেকে মুক্💧তি পেলেন অভি🅷ষ্কা গুণাবর্ধনে। স্বভাবতই তিনি খুশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।