মাত্র কয়েক সপ্তাহের ব্যবধান। প্যারিস থেকে কিছুটা মন খারাপ করেই দেশে ফিরেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। একের পর এক ইভܫেন্টে চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া হয়েছিল ভারতের। যে কটা ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত,সেগুলো থেকে পদক আসলে ১০টির বেশি মেডেল থাকত ভারতের ঝুলিতে। কিন্তু সেটা না হওয়ায় টোকিয়োর তুলনায় একটি কম, ৬টি পদক নিয়েই প্যারিসে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় ক্রীড়াবিদদের।
প্যারালিম্পিক্সে অবশ্য সেই আক্ষেপ রইল না ভারতের। ভারতীয় ক্রীড়🍌াক্ষেত্রের ইতিহাসে এক সংস্করণে সব থেকে বেশি ২০টি পদক জিতে নিল ক্রীড়াবিদরা। এই পদকের সংখ্যা আরও বাড়বে তা নিশ্চিতভাবেই বলা যায়। ইতিমধ্যেই প্যারিসের প্যারালিম্পিক্সে গতবারের তুলনায় একটি পদক বেশি জিতেছে ভারতীয় ক্রীড়াবিদরা। পঞ্চম দিনে এসেছিল ৮টি পদক, ষষ্ঠ দিনে এল ৫টি।
আরও পড়ুন-বুড়🀅ো হাড়ে ভেল্কি! US Open-এ বাজিমাত বোপান💜্নার! উঠলেন মিক্সড ডবলসের সেমিতে…
পুরুষদের হাইজাম্পে টি৬৩ বিভাগের ফাইনালে জোড়া পদক জিতল ভারতীয় ক্রীড়াবিদরা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দিনের পাঁচটি পদকের মধ্যে দুটি এল এই ইভেন্টে। ভারতের মারিয়াপ্পান থাঙ্গাভেলু ১.৮৫ মিটার এবং শরদ কুমার ১.৮৮ মিটার উচ্চতায় হাইজাম্প করে দেশকে যথাক্রমে ব্রোঞ্জ এবং রৌপ্য পদক এন♛ে দিলেন।
পুরুষদের জ্যাভলিন থ্রো টি৪৬ বিভাগের ফাইনালে এল আরও দুই পদক। এখানে ভারতের অজিত সিং যাদব ৬৫.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করে রৌপ্য পদক পেলেন, ৬৪.৯৬ মিটার দূরত্বে থ্রো করে ব্রোঞ্জ🐟 পেলেন সুন্দর সিং গুরজন। চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া করলেন শৈলেশ কুমার। এই ইভেন্টের ফাইনালে পঞ্চম স্থ😼ানে শেষ করলেন আরেক ভারতীয় প্রতিযোগি রিঙ্কু।
আরও পড়ুন- গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুꦅহাত ছাড়া বেড়ে ওঠা! প্যারিসে রূপকথা লিখলেন শীতল দেবী…
মহিলা🌠দের ৪০০ মিটার টি২০ ফাইনালে ব্রোঞ্জ পদক পেলেন ভারতের 𓂃দিপ্তী জীবনজি। ৫৫.৮২ সেকন্ড সময় নিয়ে দৌড় শেষ করেলন এই ভারতীয় প্যারালিম্পিয়ান দৌড়বিদ।
প্যারা শ্যুটিংয়ে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ১ ইভেন্টের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন ভারতের অবনী ল🤡েখারা, গতবার এই ইভেন্টে পদক জিতেছিলেন তিনি। মোনা আগরওয়াল ফাইনালে উঠতে পারেননি।
প্যারা অ্যাথলেটিক্সে মহিলাদের শট পা༒ট এফ৩৪ ইভেন্টের ফাইনালে ৭.২৮ মিটার দূরত্বে থ্রো করে ভারতের ভাগ্যশ্রী যাদব শেষ করেন পঞ্চম স্থানে। প্যারা আর্চারিতে মহিলাদের রিকার্ভ ওপেনের কোয়ার্টার ফাইনালে চিনের উ চুনইয়ানের বিপক্ষে ৪-৬ ফলে হেরে যান ভারতের পুজা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।