৪ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পুরেছে ভারত। পরবর্তী ৫ ম্যাচের টি-২০ সিরিজে কোহলিরা জয় তুলে নিয়েছেন ৩-২ ব্যবধানে। এবার ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ꦫইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই ৫০ ওভারের ক্রিকেটেও নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া কোহলি অ্যান্ড কোং।
দেখে নেওয়া যাক ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া 🍌যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে সরাসর⛎ি সম্প্রচার।
ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ান ডে কবে অনুষ্ঠিত হবে: ২৩ মার্চ, ২০২১ (মঙ্গলবার)।
কোথায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ: মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসো𒆙সিয়েশন স্টেডিয়াম (পুণে)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় দুপুর ১টা ৩ღ০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে দু๊পুর ১টায়।
কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে𒐪 সরাসরি সম♏্প্রচার।
মোবাইলে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: হটস্টারে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের স্কোর ও লাইভ আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), লোকেশ রাহুল/ক্রুণাল পান্ডিয়া/ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, টি নটরাজন, ꦦশার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র💧 চাহাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।