টেস্ট সিরিজে প্রত্যাশিত জয়ের পরে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার লড়াই ওয়ান ডে সিরিজের। ফর্ম্যাট যত ছোট হয়, ওয়েস্ট ইনও্ডিজ ব্যাটে-বলে ততই ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা এতদিনে সবার জানা। তাই ভারতের কাছে চ্যালেঞ্জটা মোটেও সহজ হবে না বলে মনে করা হয়েছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কার্যত আত্মসমর্পণ করে ভারতের কাছে। তাছাড়া বিশ্বকাপের মাস কয়েক আগে তিন ম্যাচের এই সিরিজটা বুঝিয়ে দেবে, ভারতীয় দল কতটা প্রস্তত। বিশ্বকাপের আগে ব্যক্তিগতভাবে নজর কাড়তে চাইবেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মূল দল মোটামুটি চিহ্নিত। তবে বিশ্বকাপ স্কোয়াডের কয়েকটা জায়গার জন্য নির্বাচকদের সামনে একাধিক বিকল্প রয়েছে। সেই কারণেই নিজেদের ছাপিয়ে যাওয়ার তাগিদ চোখে পড়ে ইশান-কুলদীপদের মধ্যে।
ম্যাচের সেরা কুলদীপ
ম্যাচে ৩ ওভার বল করে ✅২টি মেডেন-সহ মাত্র ৬ রানের বিনিময়🅰ে ৪টি উইকেট তুলে নেন কুলদীপ যাদব। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুলদীপ।
৫ উইকেটে জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেন রোহিত শর্মারা। ♊রোহিত ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১২ রান করে অপরাজিত থা⭕কেন। জাদেজা ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৬ রান করে নট-আউট থাকেন।
৮ রান দরকার ভারতের
২০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১০৭ রান। সুতরাং জয়ের জন্য🔜 টিম ইন্ডিয়ার দরকার ৩০ ওভারে ৮ রান। জাদেজা ১০ রান করেছেন। রোহিত শর্মা ৭ রানে ব্যাট করছেন।
১০০ ছুঁল ভারত
১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১০০ রান। জাদেজা ৮ রানে ব্যাট করছেন♍। রোহিত শর্মা ২ রান করেছেন। জয়ের জন্য ভারতের দরকার ৩১ ওভারে ১৫ রান।
শার্দুল ঠাকুর আউট
১৭.২ ওভারে কারিয়ার বলে আথানাজের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ৪ বলে ১ রান করেন তিনি। ভারত ৯৭ রানে ৫ উইক༒েট হারায়। ব্যাট করতে নামেন রোহিত শর্মা। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৯৮ রান। জাদেজা ৭ রানে ব্যাট করছেন🉐।
ইশান কিষান আউট
১৬.২ ওভারে মোতির বলে পাওয়েলের হাতে ধরা পড়েন ইশান কিষান। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত♚ ৯৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ১৭🍬 ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৯৬ রান।
হাফ-সেঞ্চুরি ইশান কিষানের
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষান। ১৬ ওভার শেষে ট♋িম ইন্ডিয়ার স্কোর ৩ উ🍸ইকেটে ৯৩ রান। জয়ের জন্য ভারতের দরকার ৩৪ ওভারে ২২ রান। ইশান ৫২ ও জাদেজা ৪ রানে ব্যাট করছেন।
ইশানের ক্যাচ ছাড়লেন মায়ের্স
১৪.২ ওভারে মোতির বলꦓে চার মারেন ইশান। ১৪.৪ ওভারে ইশানের সহজ ক্যাচ ছাড়েন মায়ের্স। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৬ রান। ৪৮ রানে ব্যাট করছেন ইশান কিষান।
রান-আউট হার্দিক
১৩.১ ওভারে ইশানের কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন কারিয়া। বল কারিয়ার হাত থেকে ছিটকে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে গিয়ে লাগে। হার্দিক পান্ডিয়া ক্রিজের ভিতরে ব্যাট নিয়ে গেলেও যথা সময়ে মাটিতে ঠেকাননি। ফলে দুর্ভাগ্যজনকভাবে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হয়ে ম🍎াঠ ছাড়তে হয় পান্ডিয়াকে। ৭ বলে ৫ রান করেন হার্দিক। ভারত ৭০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জাদেজা। ইশান ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮০ রান। ইশান ৪৩ রানে ব্যাট করছেন।
জীবনদান পেলেন হার্দিক
১২তম ওভারে ইয়ানিক কারিয়ার বলে ২টি চার মারেন ইশান কিষান। ১১.৫ ওভারে কারিয়ার বꦫলে স্লিপে হার্দিক পান্ডিয়ার ক্যাচ ছাড়েন কিং। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৬ রান। 𒉰ইশান ৩২ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন হার্দিক।
সূর্যকুমার যাদব আউট
১০.৫ ওভারে গুড়াকেশ মোতির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূ𝓡র্যকুমার যাদব। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৩টি চার ও ১টি ছক্কার সাহা🏅য্যে ২৫ বলে ১৯ রান করেন সূর্য। ভারত ৫৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।
৫০ ছুঁল ভারত
দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়াඣর স্কোর ১ উইকেটে ৫০ রান। ইশান কিষান ২৩ ও সূর্যকুমার যাদব ১৫ রানে ব্যাট করছেন।
মায়ের্সকে বাউন্ডারি ইশানের
নবম▨ ওভারে কাইল মায়ের্সের বলে ১টি চার মারেন ইশান কিষান। ৯ ওভার শেষে ভারতেরℱ স্কোর ১ উইকেটে ৪৮ রান। ইশান ২২ ও সূর্যকুমার ১৪ রানে ব্যাট করছেন।
সিলসকে ছক্কা হাঁকালেন সূর্য
৭.২ ওভারে জয়ডেন সিলসের বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে 🦹৪২ রান। সূর্যকুমার ১৪ ও ইশান কিষান ১৭ রানে ব্যাট করছেন।
ড্রেকসকে জোড়া বাউন্ডারি ইশানের
সপ্তম ওভারে ডমিনিক ড্রেকসের বলে জোড়া বাউন্ডারি মারেন ইশান কিষান। ৭ 𒁃ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৬ রান। ১৭ রানে ব্যাট করছেন ইশান। ৮ রানে অপরাজিত রয়েছেন 👍সূর্যকুমার।
সিলসকে বাউন্ডারি সূর্যর
ষষ্ঠ ওভারে জয়ডেন সিলসের শেষ বলে চার মারে🔯ন সূর্যকুমার যাদব। ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৮ রা𝔍ন। সূর্য ৮ ও ইশান ৯ রানে ব্যাট করছেন।
ড্রেকসকে বাউন্ডারি সূর্যর
৪.৬ ওভারে ডম🧔িনিক ড্রেকসের বলে চার মেরে খাতা খোলেন সূর্যকুমার যাদব। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ ♔উইকেটে ২৩ রান। ইশান ৮ ও সূর্যকুমার ৪ রানে ব্যাট করছেন।
শুভমন গিল আউট
৩.৬ ওভারে জয়ডেন সিলসের বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন শ🍎ুভমন গিল। ১টি বাউন্ডা🀅রির সাহায্যে ১৬ বলে ৭ রান করেন গিল। ভারত ১৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
সিলসকে বাউন্ডারি গিলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়ডেন সিলস। তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। ২ ওভার শেষে💝 ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান। গিল ৭ ও ইশান ৪ রানে ব্যাট করছেন। ২ রান এসেছে লেগ-বাই হিসেবে।
ওপেনে ইশান-গিল
রোহিত শর্মা ন💛ন, শুভমন গিলের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ইশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন ডমিনিক ড্রেকস। চতুর্🐬থ বলে চার মারেন ইশান। প্রথম ওভারে ৬ রান ওঠে।
সিলসকে ফেরালেন কুলদীপ, অল-আউট ওয়েস্ট ইন্ডিজ
২২.৬ ওভারে কুলদীপ যাদবের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন জয়ডেন সিলস। ৩ বল খেলেও খাতা খুল🌊তে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে অল-আউট হয়ে যায়। কুলদীপ ৩ ওভারে ২টি মেডেন-সহ ৬💃 রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। জাদেজা ৬ ওভারে ৩৭ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন। জয়ের জন্য ভারতের দরকার ১১৫ রান।
শাই হোপকে ফেরালেন কুলদীপ
২২.৩ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাই হোপ। রিভিউ নিয়েই বাঁচতে পারেননি তিনি। ৪৫ বলে ৪৩ রান করেন হোপ। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে ৯ উইকেট হারায়। ꦍব্যাট করতে নামেন জয়ডেন সিলস।
কুলদীপের শিকার কারিয়া
২০.৪ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ইয়ানিক কারিয়া। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৯ বলে ৩ রান করেন কারিয়ꦓা। ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গুড়াকেশ মোতি। কুলদীপ ২ ওভার বল করে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ড্রেকসকে ফেরালেন কুলদীপ
বল হাতে নিয়েই ডম🤡িনিক ড্রেকসকে ফেরালেন কুলদীপ যাদব। ১৯তম ওভারে প্রথমবার বল করতে আসে🧜ন কুলদীপ। ১৮.৩ ওভারে তিনি এলবিডব্লিউর ফাঁদে জড়ান ড্রেকসকে। ৫ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ড্রেকস। ওয়েস্ট ইন্ডিজ ৯৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইয়ানিক কারিয়া। ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১০৩ রান। ৩৪ রানে ব্যাট করছেন শাই হোপ।
শেফার্ডকে ফেরালেন জাদেজা
একই ওভারে একজোড়া উইকেট তুলে নিলেন জাদেজা। ১৭.৪ ওভারে জাদেজার বলে গালিতে কোহলির হꦇাতে ধরা পড়েন রোমারিও শেফার্ড। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ৯৬ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন ডমিনিক ড্রেকস। ১৮🎃 ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৬ উইকেটে ৯৭ রান। জাদেজা ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন।
পাওয়েলকে ফেরালেন জাদেজা
১৭.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন রোভম্যান পাওয়েল। ১টি বাউন্ডারির সাহায্যে ৪🦩 বলে ৪ রান করেন তিনি। ৯৬ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট♉ ইন্ডিজ। ব্যাট করতে নামেন রোমারিও শেফার্ড।
হেতমায়েরকে ফেরালেন জাদেজা
১৫.৪ ওভারে র⭕বীন্দ্র জাদেজার বলে স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হলেন শিমরন হেতমায়ের। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। ও꧑য়েস্ট ইন্ডিজ ৮৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৯২ রান।
১৫ ওভারের খেলা শেষ
১৫ 🗹ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান। ২৬ বলে ২৬ রান করেছেন শাই হোপ। ১৬ বলে ১১ রান করജেছেন হেতমায়ের। শিমরন ১টি ও হোপ ৩টি চার মেরেছেন।
উমরানের ওভারে জোড়া বাউন্ডারি
১৩�⭕�তম ওভারে প্রথমবার বল করতে আসেন উমরান মালিক। তাঁর ওভারে ১০ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৭৩ রান। হোপ ২০ রানে ব্যাট করছেন।
স্পিন আক্রমণ শুরু ভারতের
১২তম ওভারে ভারত স্পিন আক্রমণ শুরু করে। জাদেজার প্রথম ওভারে ৯ রান ওঠে। ১২ ওভার শেষে ওয়েস্♛ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। শাই হোপ ১১ ও হেতমায়ের ৩ রানে ব্যা🍃ট করছেন।
৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১০ ওভা🍌র শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৫২ রান। ৭ রানে ꦬব্যাট করছেন শাই হোপ। এখনও খাতা খুলতে পারেননি হেতমায়ের। মুকেশ ৫ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
শার্দুলের বলে বোল্ড কিং
৮.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে মা𓂃ঠ ছাড়েন ব্র্যান্ডন কিং। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের। শার্দুল ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট ඣনিয়েছেন।
আথানাজেকে ফেরালেন মুকেশ কুমার
৭.৫ ওভারে মুকেশ কুমারের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন আলিক আথানাজে। ওয়ান ডে ক্রিকেটে এটিই মুকেশ কুমারের প্রথম উইকেট। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২২ রান করে মাঠ ছাড়েন আথানাজে। ওয়েস্ট ইন্ডিজ ৪৫ রানে♍ ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাই হোপ। মুকেশ ৪ ওভারে ১টি মেডেন-স♓হ ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
শার্দুলকে জোড়া বাউন্ডারি আথানাজের
সপ্তম ওভারে শার্দুল ঠাকুরের বলে জোড়া বাউন্ডারি🍃 মারেন আলিক আথানাজে। ওভারে ১২ রান ওঠে। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৩৯ রান। আথানাজে ২২ ও কিং ১২ রানে ব্যাট করছেন।
হার্দিককে চার-ছক্কা আথানাজের
পঞ্চম ওভারে হার্দিক🍷 পান্ডিয়ার বলে ১টি চার ও 🍸১টি ছক্কা মারেন আলিক আথানাজে। ওভারে ১০ রান ওঠে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৯ রান। হার্দিক ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
মায়ের্সকে ফেরালেন হার্দিক
২.৪ ওভারে হার্দিকের লাফিয়ে ওঠাꦺ বলে বড় শট নিতে গিয়ে রোহিত শর্মার হাতে ধরা পড়েন কাইল মায়ের্স। ৯ বলে ২ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিক আথানাজে। হার্দিক ২ ওভারে ৭ রান খরচ𒆙 করে ১টি উইকেট তুলে নেন।
মেডেন ওভার মুকেশের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। নিজের প্রথম ওভারে তিনি কোনও রান খরচ করেননি। উল্লেখ্য, মুকেশ টেস্ট কেরিয়ার শুরু করেন মেডেন ꦰওভার দিয়ে। ওয়ান ডে ক☂্রিকেটেও মেডেন ওভার দিয়ে যাত্রা শুরু করলেন তিনি।
ম্যাচ শুরু
কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন কিং। প্রথম ও🌌ভারে ৪ রান ওঠে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
শাই হোপ (ক্যাপ্টেনꦓ ও উইকেটকিপার), কাইল মায়ের্স, ব্র্যান্ডন কিং, আলিক আথানাজে, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ইয়ানিক কারিয়া, ডমিনিক ড্রেকস, জয়ডেন সিলস ও গুড়াকেশ মোতি।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি💮, ইশান কিষান (উইকেটক🐲িপার), হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার।
টস জিতল ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত♔। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবিয়ানদের। সুতরাং, ব্রিজটাউনে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
ওয়ান ডে অভিষেক মুকেশ কুমারের
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া ক্যাপ হাতে পান মুকেশ কুমার। সেই ম্যাচে টেস্ট অভিষেক হয় বাংলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার তারকা পেসারের। এবার ব্রিজটাউনে ভ♕ারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে মুকেশের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমবার দেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন তিনি। ভারতীয় দল সিরাজকে বিশ্রাম দেওয়ার পরে মুকেশের উপর গুরুদায়িত্ব বর্তাবে সন্দেহ নেই।
টেস্ট সিরিজের ফলাফল
২ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে ভারত। ডমিনিকার প্রথম টেস্টে তিন দিনেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ত্রিনিদাদের বৃষ্টি বিঘ্নিত দ🍰্বিতীয় টেস্ট ড্র হয়।
ভারতের ওয়ান ডে স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), যুজবেন্দ্র চাহাল, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মুকেশ কুমার, অক্ষর প্যা💙টেল, শুভমন গিল, শার্দুল ঠাকুর, উমরান মালিক, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।