টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে ভারত রিজার্ভ বেঞ্চে ব♌সিয়ে রাখায় বিস্তর সমালোচনা হয়। সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ🍰্যায় থেকে সচিন তেন্ডুলকর, টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকারা অশ্বিনের পাশে দাঁড়িয়ে একযোগে আওয়াজ তোলেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত যে যথাযথ ছিল না, সেটা প্রমাণ করতে খুব বেশিদিন সময় নিলেন না রবিচন্দ্রন।
ডব্লিউটিসি ফাইনালের ঠিক পরেই ভারত প্রথমবার টেস্ট খেলতে নামলে ইনিংসে ৫ উইকেট নিয়ে উপেক্ষার যোগ্য জবাব দেন অ♚শ্বিন। সেই সঙ্গে টপকে যান দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন।
অশ্বিন ভারতের তৃতীয় বোলারে পরিণত হন, তিন ফর্ম্যাট মিলিয়ে যাঁর ঝুলিতে ৭০০-র বেশি উইকেট রয়েছে এই মুহূর্🦂তে। ডমিনিকায় ওয়েস্♔ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে অশ্বিনের সংগ্রহে ছিল ৬৯৭টি আন্তর্জাতিক উইকেট। সুতরাং, ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে তারকা স্পিনারের দরকার ছিল মোটে ৩টি উইকেট।
অশ্বিন তেজনারায়ন চন্দ্রপল, ক্রেগ ব্রাথওয়েট ও আলজারি জোসেফের উইকেট তুলে ন𓂃িয়ে লক্ষ্যে পৌঁছে যান। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের ৭০০তম শিকার হলেন জোসেফ। পরে তিনি আলিক আথানাজে ও জোমেল ওয়ারিকানের উইকেট দু'টিও পকেটে পোরেন। প্রথম ইনিংসে ৬০ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন রবিচন্দ্রন।
অশ্বিনের💯 আগে ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেট নিয়েছেন কেবল অনিল কুম্বলে ও হরভজন সিং। কুম্বলে ভারত ও এশিয়া একাদশের হয়ে মাঠে নেমে ৯৫৬টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। তিনি টেস্টে ৬১৯টি ও ওয়ান ডে ক্রিকেটে ৩৩৭টি উইকেট দখল করেন।
হরভজন 🌄ভারত ও এশিয়া একাদশের 🅺হয়ে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭১১টি উইকেট দখল করেন। তিনি টেস্টে ৪১৭টি, ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫টি উইকেট নিয়েছেন।
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ꦏধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পরে ♌অশ্বিনের সংগ্রহ দাঁড়ায় ৭০২টি উইকেট। তিনি টেস্টে ৪৭৯টি, ওয়ান ডে ক্রিকেটে ১৫১টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭২টি উইকেট নিয়েছেন।
সার্বিকভাবে ১৬তম আন্তর্জাতিক বোলার হিসেবে তিন ফর্ম্য়াট মিলিয়ে ৭০০ উইকেটের মাইলস্টোন টপকান অশ্বিন। তবে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরনের পরে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন রবিচন্দ্♏রন। মুরলিধরন ৩০৮টি ইনিংসে বল করে এই মাইলস্টোন টপকান। অশ্বিন ৭০০ উইকেটে পৌঁছতে খরচ করেন ৩৫১টি ইনিংস। এই নিরিখে শেন ওয়ার্নক🌳েও পিছনে ফেলে দেন ভারতীয় তারকা।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৭০০ উইকেট:-
১. মুথাইয়া মুরলিধরন- ৩০৮টি ইনিংসে।
২. রবিচন্দ্রন অশ্বিন- ৩৫১টি ইনিংসে।
৩. শেন ওয়ার্ন- ৩৫৪টি ইনিংসে।
৪. ওয়াকার ইউনিস- ৩৫৫টি ইনিংসে।
৫. গ্লেন ম্যাকগ্রা- ৩৫৮টি ইনিংসে।
৬. ব্রেট লি- ৩৮১টি ইনিংসে।
৭. ওয়াসিম আক্রম- ৩৮২টি ইনিংসে।
৮. অনিল কুম্বলে- ৩৮৯টি ইনিংসে।
তালিকায় থাকা ক্রিকেটাররা ছাড়াও তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০র বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, শন পোলক,🍃 চামিণ্ডা ভাস, ওয়ালস, টিম সাউদি, হরভজন সিং ও ড্যানিয়েল ভেত্তোরি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।