হারারে স্পোর্ট✃স ক্লাবে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত। এবার একই মাঠে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরে ಌটিম ইন্ডিয়া। এমনিতে জিম্বাবোয়ের তুলনায় ধারে ও ভারে অনেক এগিয়ে ভারতীয় দল। তবে ঘরের মাঠে লড়াই বলেই জিম্বাবোয়ে ঘুরে দাঁড়ানোর মরণপণ চেষ্টা চালাবে বলে মনে করা হয়েছিল। তবে নিতান্ত অসহায় আত্মসমর্পণ করেন সিকন্দর রাজারা।
ম্যাচের সেরা স্যামসন
৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে অপরাজিত ৪৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সঞ্জু স্যামসন🐎। তিনি ৩টি ক্যাচও ধরেন।
৫ উইকেটে জয় ভারতের
জিম্বাবোয়ের ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৫.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪৬ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে। কাইয়ার বলে ছক্কা হাঁকিয়ে ভারতের ম্যাচ তথা সিরিজ জয় নিশ্চিত করেন স্যামসন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৩ রানꦛ করে নট-আউট থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। জিম্বাবোয়ের বিরুদ্ধে এটি ভারতের একটানা ১৪তম ওয়ান ডে ম্যাচ জয়।
দীপক হুডা আউট
২৩.৩ ওভালে স্লো ইয়র্কারে দীপক হুডাকে বোল্ড করেন সিকন্দর রাজা। ৩টি বাউন্ডারির সাহা෴য্যে ৩৬ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন হুডা। ভারত ১৫৩ রানে⛦ ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।
১৫০ টপকাল ভারত
২৩তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা মেরে ভারতকে ১৫০ রানের গ🎃ণ্ডি পার করান স্যামসন। ২৩ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫২ রান। স্যামসন ৩১ বলে ৩৫ রান কর🧔েছেন। ৩৫ বলে ২৫ রান করেছেন হুডা।
ব্যাট চালাচ্ছেন স্যামসন
২০তম ওভারে সিকন্দর রাজার🐠 বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সঞ্জু স্যামসন। ২০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য ৩০ ওভারে ৩২ রান দরকার ভারতের। স্যামসন ২৩ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হুডা ২৫ বলে ১৮ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।
১০০ টপকাল ভারত
১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১০৯ রান। ১৮ বলে ১৫ রান করেছেন দীপক হ꧅ুডা। তিনি ২টি চার মেরেছেন। ৫ বলে ৫ রান করেছেন সঞ্জু স্যামসন। তিনি ১𝔍টি চার মেরেছেন।
আউট হলেন শুভমন গিল
১৩.৬ ওཧভারে জংউইয়ের বল তুলে মারতে গিয়ে ইভান্সের হতে ধরা পড়েন শুভমন গিল। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৩ রান করেন গিল। ভারত ৯৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।
ইশান কিষাণ আউট
১১.🌠৪ ওভারে জংউইয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন ইশান কিষাণ। অফ-স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা লাগিয়ে স্টাম্পে টেন নিয়ে আসেন ইশান। ১৩ বলে ৬ রান করেন তিনি। ভারত ৮৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে না♏মেন দীপক হুডা। ১২ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৬ রান।
৪০ ওভারে ভারতের দরকার ৮৭ রান
১০ ওভার শেষে টিম ইন্ডিয়া﷽র স্কোর ২ উইকেটে ৭৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৪০ ওভারে ভারতের দরকার ৮৭ রান। গিল ২৬ বলে ২২ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৮ বলে ৪ 🐻রান করেছেন ইশান কিষাণ।
শিখর ধাওয়ান আউট
৬.২ ওভারে শিবাঙ্গার বলে দুর্দান্ত বাউন্ডারি 🐷মারেন ধাওয়ান। তবে ঠিক তার প🌳রের বলেই শর্ট পিচড ডেলিভারিতে উইকেট দিয়ে আসেন গব্বর। পুল শট খেলতে গিয়ে কাইয়ার হাতে সহজ ক্যাচ দেন শিখর। ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ। ৭ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।
গিলকে নিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন ধাওয়ান
৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৬ রান। শ🐼ুভমন গিলকে 𓆏সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন ধাওয়ান। ১৩ বলে ১৩ রান করেছেন গব্বর। ১২ বলে ৬ রান করেছেন গিল।
লোকেশ রাহুল আউট
১.৪ ওভারে নিয়াউচির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ওপেন করতে নেমে ব্যর্থ হলেন তিনি। ৫ বলে ১ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৫ রানে ১ উইকেট হারায়। ক্রꦉিজে নতুন ব্যাটসম্যান শুভমন গিল।
ভারতের রান তাড়া করা শুরু
✃শ🎶ুভমন গিল নন, শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিলেন লোকেশ। বোলিং শুরু করেন শিবাঙ্গা। প্রথম ওভারে ৪ রান ওঠে। ২ রান আসে অতিরিক্ত হিসেবে।
দুর্দান্ত বোলিং ভারতের
ভারতে✅র হয়ে দুর্দান্ত বোলিং করেন সবাই। ৩৮ রানে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ১৬ রানে ১টি উইকেট নিয়🌜েছেন মহম্মদ সিরাজ। ২৮ রানে ১টি উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা। ২০ রানে ১টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। ৪৯ রানে ১টি উইকেট দখল করেন কুলদীপ যাদব। ৬ রানে ১ উইকেট নেন দীপক হুডা।
রান-আউট শিবাঙ্গা, ১৬১ রানে খেল খতম জিম্বাবোয়ের
৩৯ ওভারের প্রথম বলেই রান-আউট হন শিবাঙ্গা। ৪ বল খেলে ৪ রান করেছিলেন তিনি। এর নিট ফল, ꦅ৩৮.১ ওভারে ১৬১ রানেই অল-আউট হয়ে গেল জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে তাও ১৮৯ রান করেছিল তারা। দ্বিতী𓆏য় ম্যাচে আরও তাড়াতাড়ি গুটিয়ে গেল জিম্বাবোয়ের ইনিংস। জিততে হলে ভারতকে মাত্র ১৬১ রান করতে হবে। যে রান তাড়া করে টি-টোয়েন্টিতেও সহজে জয় ছিনিয়ে আনে দলগুলো। স্বাভাবিকভাবেই ভারতের সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।
রান আউট হলেন ভিক্টর
৩৮তম ওভারে দ্বিতীয় বলেই রান-আউট হলেন ভিক্টর। ডায়মন্ড ডাক করে সাজঘরে ফিরলেন তিনি𒈔। ৯ নম্বর উইকেট হারাল জিম্বাবোয়ে।
ইভান্সকে ফেরালেন অক্ষর
👍১৫০ রান করার আগেই অষ্টম উইকেট হারাল জিম্বাবোয়ে। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ব্র্যাড ইভান্স। অক্ষরের বলে বোল্ড হন তিনি।๊ ৩৭ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান জিম্বাবোয়ের। ৪৪ বলে ৩৩ করে রায়ান নিজে লড়াই চালালেও তাঁকে সঙ্গত করার কেউ নেই।
জংউইকে বোল্ড করলেন শার্দুল ঠাকুর
🎃১৬ বলে ৬ রান করে শার্দুলের বলে বোল্ড হলেন জংউই। ফের ব্যর্থ জিম্বাবোয়ের ব্যাটিং। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার ব্র্যাড ইভান্স। ৩৩ ওভার ꩲশেষে ৭ উইকেটে ১৩০ রান জিম্বাবোয়ের। রায়ান ৩২ বলে ২২ করে লড়াই চালাচ্ছেন।
হুডা ফেরালেন সিয়ান উইলিয়ামসকে
ষষ্ঠ উইকেট হারাল জিম্বাবোয়ে। দীপক হুডার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সিয়ান✤ উইলিয়ামস। নিঃসন্দেহে এটি ভার🥂তের জন্য বড় উইকেট। ৪২ বলে ৪২ করে আউট হন উইলিয়ামস। তিনি কিছুটা হলেও দলের হাল ধরেছিলেন। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার জংউই। ২৮ ওভারে ৬ উইকেটে ১০৫ রান জিম্বাবোয়ের।
সিকন্দর রাজা আউট
২০.৬ ওভারে কুলদীপ যাদবের বলে ইশান কিষাণের হাতে ধরা পড়েন সিকন্দর রাজা। ৩১ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন রাজা। জিম্বাবোয়ে ৭২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রায়🦄ান।
প্রতিরোধ গড়ছেন সিকন্দর-উইলিয়ামস
২০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৬৯ রান। ১৭ বলে ২🙈৩ রান করেছেন উইলিয়ামসন।💙 ২৭ বলে ১৫ রান করেছেন সিকন্দর রাজা।
৫০ ছুঁল জিম্বাবোয়ে
কষ্ট করে দলগত ৫০ র🐠ানের গণ্ডি ছুঁল জিম্বাবোয়ে। ১৬ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫০ রান। সিকন📖্দর রাজা ১০ ও উইলিয়ামস ৯ রানে ব্যাট করছেন।
১৫ ওভারেও ৫০ টপকাতে পারল না জিম্বাবোয়ে
১৫ ওভার শেষে জিম্বাবোয়ের দলগত সংগ্রহ 🅺৪ উইকেটে ৪৬ রান। ১০ বলে ৮ রান করেছেন সিকন꧋্দর রাজা। ৪ বলে ৭ রান করেছেন সিয়ান উইলিয়ামস।
প্রসিধ ফেরালেন ওয়েসলিকে
জিম্বাবোয়ের চতুর্থ উইকেটের পতন। ১২. ৪ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে স্যামসনের দস্তানায় ধরা দেন ওয়েসলি। ১২ বলে ২ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৩১ রানে ৪ উইকেট হ🤡ারায়। ব্যাট করতে 🔜নামেন সিয়ান উইলিয়ামস। ১৩ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৩৯ রান।
চাকাবভা আউট
কাইয়াকে আউট করার পরে সেই ওভারের শেষ বলে (১১.৬ ওভার) রেগিস চাকাবভাকেও ফেরত পাঠান শার্দুল ঠাকুর। ৫ বলে ২ রান করে মাঠ ছাড়েন জিম্বাবোয়ের ক্যাপ্টেন। জিম্বাবোয়ে ২৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে🎃 নামেন সিকন্দর রাজা।
কাইয়াকে ফেরালেন শার্দুল
১১.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে সঞ্জুর দস্তানায় ধ🍒রা পড়েন ইনোসেন্ট কাইয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৬ রান করে 🐈মাঠ ছাড়েন তিনি। জিম্বাবোয়ে ২৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চাকাবভা।
কাইতানোকে ফেরালেন সিরাজ
৮.৪ ওভারে সিরাজের বলে কাইতানোর দুর্দান্ত ক🐠্যাচ ধরেন সঞ্জু স্যামসন। ৩২ বলে ৭ রান করে মাঠ ছাড়েন কাইতানো। জিম্বাবোয়ে ২০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়েসলি। ১০ ওভ﷽ারে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ২৬ রান।
প্রথম বাউন্ডারি জিম্বাবোয়ের
৭.৫ ওভারে প্রথম বাউন্ডারি মারে জিম্বাবোয়ে। সুতরাং প্রথম বাউন্ডারি আসতে লাগে যায় ৪৭টি বল। শার্দুল ঠাকুর꧙ের বলে চার মারেন কাইয়া। ৮ ওভারে জিম্বাবোয়ের স্কোর বিনা উইকেটে ২০ রানꦐ।
১০ রানে পৌঁছতেই লাগল ৬ ওভার
দলগত ১০ রানে পৌঁছতেই ৬ ওভার লেগে গেল জিম্বাবোয়ের। ২২ বলে ৪ রান করেছেন কাইতানো। ১৪ বলে ৪ রান করেছেন কাইয়া।🦋 ৩ ওভারে ৪ রান দিয়েছেন প্রসিধ। ৩ ওভারে ৫ রান খরচ করেছেন সিরাজ।
অতি সতর্ক শুরু জিম্বাবোয়ের
সিরাজের প্রথম ওভারে ১ রান সংগ্রহ করে জিম্বাবোয়ে। দ্বিতীয় ও তৃতীয় ওভারে কোনও রান ওঠেনি। ৩ ওভারে 🃏জিম্বাবোয়ের স্কোর বিনা উইকেটে ১ রান। ১২ বলে ১ রান করেছেন কাইতানো। ৬ বল খেলে খাতা খোলেননি কাইয়া।
ম্যাচ শুরু
ইনোসেন্ট কাইয়াকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন তাকু কাইতানো। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। শেষ বলে ১ রান নিয়ে খাতা খোলেন কাইতানো। প্রথম ওভারে মাত্র ১ রানই সংগ্রহ করে জিম্বাবোয়ে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্রসিধ কৃষ্ণা। তিনি কোনও রান খর😼চ করেননি।
জিম্বাবোয়ের প্লেয়িং ইলেভেন
তাকু কাইতানো, ইনোসেন্ট কাইয়া, সিয়ান উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, সিকন্দর রাজা, রেগিস চাকাবভা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রায়ান বার্ল, লিউক জংউই, ব্র্🐲যাডলি ইভান্স, ভিক্টর 🌜নিয়াউচি ও তানাকা শিবাঙ্গা।
ভারতের প্লেয়িং ইলেভেন
শিখর ধাওয়ান, শুভমন গিল, ইশান কি🍸ষাণ, লোকেশ রাহুল (ক্যাপ্টেন), দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ।
দলে নেই গত ম্যাচের সেরা ক্রিকেটার
চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফেꦰরেন দীপক চাহার। কামব্যাক ম্যাচে ৩টি উইকেট নিয়ে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া। তাঁর বদলে দলে ঢুকলেন শার্দুল ঠাকুর। ভারত তাদের প্রথম একাদশ🎶ে এই একটি মাত্র রদবদল করে।
টস জিতল ভারত
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক লোকেশ রাহুল শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ღজিম্বাবোয়েকে। সুতরাং দ্বিতীয় ম্যাচেও রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
সিরিজ জিততে মরিয়া ভারত
প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। এবার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ পকেটে পুরতে চা🌄য় টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে প্লেয়িং ইলেভেন নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়ে যাবেন লোকেশ রাহুলরꦦা।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়ে শুরুতে ব্যাট করে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। রেগিস চাকাবভা ৩৫, ব্র্যাড ইভান্স অপরাজিত ৩৩ ও রিচার্ড নগাღরাভা ৩৪ রান করেন। দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল ৩টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়েই ১৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ান ৮১ ও শুভমন গিল ৮২ রান করে অপরাজিত থাকেন। চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে নামা দীপক চাহার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।