টি-টোয়েন্টি সিরিজের জন্য মূলত তারুণ্যকে গুরুত্ব দিয়েছিলেন ভারতীয় নির্বাচকেরা। একদিনের সিরিজে কি সেই ধারাই বজায় থাকবে, নাকি অভিজ্ঞতাকে গুরুত্ব দেবেন? এই নিয়ে নানা জল্পনা চলছে। তবে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, একদিনের দলে খুব বেশি নতুন মুখ হয়তো দেখা যাব꧋ে না। কারণ সিনিয়র ক্রিকেটাররা কেউই বিশ্রাম চাননি। তবু রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ নেহাৎ কম নেই।
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘রবিবার একদিনের সিরিজের দল ঘোষণা হতে পারে। কোনও সিনিয়র ক্রিকেটার বিশ্রাম চাননি। তাই নতুন মুখ খুব একটা দেখা নাও যেতে পারে।’ একদিনের সিরিজের দলে পৃথ্বী শ, দেবদত্ত পাড়িকলদের সুযোগ পাওয়া নিয়ে আলোচনা চলছে। বিজয় হাজারে ট্রফিতে পর পর চার ম্যাচে শতরান করেছেন দেবদত্ত। পৃথ্বী শ আবার বিজয় হাজারেতে দ্বিশতরান করেছেন। তবে সেই বোর্ড কর্তার দাবি, ‘ওদের পারফম্যান্স নিঃসন্দেহে খুবই ভাল। তবু সুযোগের জন্য ওদের অ🐻পেক্ষা করতে হতে পারে ।’ এই দিকে টি-টোয়েন্টি দলে ইতিমধ্যেই সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা। তাঁরা একদিনের সিরিজেও দলে জায়গা করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত মোট ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তার মধ্যে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে তারা। এর পরই ৩টি একদিনের ম্যাচ খেলবে 𝕴ভারত-ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।