সপ্তাহের শুরুটা বেশ ভালোই হল ভারতের পুরুষ ও মহিলা অ্যাথলিটদের জন্য। প্যারিস অলিম্পিক্সের টিকিট হাতে পেয়ে গেলেন ভারতীয় অ্যাথলিটরা। সোমবার বিশ্ব অ্যাথলেটিক্সের রিলে দৌড়ে অংশ নিয়েছিলেন ভারতের পুরুষ ও মহিলা দল। এটাই ছিল প্য়ারিস অলিম্পিক্সের বাছাইপর্ব, অর্থাৎ হিট। সেখানেই বেশ ছন্দে দেখা গেল ভারতের দুই দলকেই।ꦉ 4x400 মিটার রিলেতে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলল ভারতের দুই দলই।
আরও পড়ুন-হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, 🅠মারলেন চোকস্ꦫলাম, দেখুন ভিডিয়ো
মহিলাদের 4x400 মিটার বিভাগে রুপল চৌধুরি,এম আর পুভাম্মা, জ্যোতিকা এবং শুভা ভেঙ্কাটেশন দ্বিতীয় স্থানে শেষ করেন। তাঁদের চারজনের রিলে দৌড়ে সংযোজিত সময় 💞৩মিনিট ২৯.৩৫ সেকন্ড। তাঁদের আগে ছিল ♐জামাইকার দল যারা দৌড় শেষ করে ৩মিনিট ২৮.৫৪ সেকন্ডে। দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করার প্যারিস অলিম্পিক্সে যাওয়ার সুযোগ পেয়ে গেলেন জ্যোতিকা, পুভাম্মারা।
মহিলাদের মতোই পুরুশ দলও বেশ ভালো পারফরমেন্স দেখাল 4x400 মিটার রিলে দৌড়ে। তাঁরাও দ্বিতীয় স্থানেই শেষ করল মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পিছনেই। ভারতীয় পুরুষ দলে ছিলেন মহম্মদ আনাস, মহম্মদ আজমল, রাজীব এবং আমোজ জ্যাকব। তাঁরা রিলে দৌড় শেষ করতে সময় নেন ৩𝔉মিনিট ৩.২৩ সেকন্ড। তাঁদের আগে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র দল দৌড় শেষ করে ২মিনিট ৫৯.৯৫ সেকন্ডে।
আরও পড়ুন-IPL 2024- 💖আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
একই সঙ্গে ভারতের দুই দল অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করায় অবশ্যই ভারতীয় অ্যাথলেটিক্সের খুশির দিন বলাই যায়। এই বাছাইপর্ব থেকে সেরা দুই দল প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারত। সেই মতো দ্বিতীয় স্থানে শেষ করে ভারতের পুরুষ এবং মহিলা দল অলিম্পিক্সে যাচ্ছে। প্রথম রাউন্ডে মহিলা দল পঞ্চম স্থানে শেষ করেছিল, ফলে কাজটা কঠিন মনে হচ্ছিল তাঁদের কাছে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হয়ে অবশেষꦑে প্যারিসে যাওয়ার টিকিট হাতে পেল ভারতের মহিলা দল। পুরুষ দলও প্রথম রাউন্ডে দৌড় শেষ করতে পারেনি তাঁদের অ্যাথলিট রাজেশ রমেশ দৌড়ের মাঝপতেই সরে দাঁড়ানোয় চোটের জন্য। এই নিয়ে ভারতের ১৯জন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা করল। জুলাইয়ের ২৬ তারিখ থেকে অগাস্টের ১১ তারিখ পর্যন্ত চলবে প♑্যারিস অলিম্পিক্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।