টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড় ঝটকা খেল ভারত। প্রথম প্রস্তুতি ম্যাচেই অস্ট্রেলিয়ার সামনে ভারতীয় ব্যাটিং অর্ডার একেবারে ল্যাজেগোবরে হল। দুই অঙ্কের ঘরে পৌঁছলেন ভারতের মাত্র ৩ জন। দীপ্তি শর্মা (১৯), হারলিন (১২) এবং অঞ্জলি (১১)। বাকিদের অব𝓀স্থা তথৈবচ। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩০ রান তাড়া করতে নেমে মাত্র ৮৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস।
এ দিন শুরুতে অজি ব্যাটারদেরও হাল খারাপ ছিল। তবে ভারতের মতো নয়। ৭৯ রানে ৮ উইকেট থেকে নবম উইকেটে তারা ৫০ রান যোগ করে। নবম উইকেটে অপরাজিত ৩০ করেন জর্জিয়া, জোনাসেন ২২ করেন অপরাজিত থাকেন। এ ছাড়া ২৮ করেছেন বেথ মুনি। ২২ করেছ🐈েন গার্ডনার। বাকিরা অবশ্য কেউ দুই অঙ🅰্কের ঘরে পৌঁছাননি। তবে ভারতের কেউই ২০ রানের গণ্ডিয়টুকুও টপকাননি।
এ দিন ভারতের শিখা, রাধা এবং পূজা ২টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন রাজেশ্বরী। অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন ৪টি করে উইকেট নিয়েছেন🍸। ২ উইকেট নিয়েছেন গার্ডনার। ১টি করে উইকেট নিয়েছেন কিন, এলিসা এবং জোনাসেন।
৮৫ রানেই অলআউট ভারত
দীপ্তি শর্মা ১৯ করে অপরাজিত থাকল꧋েন। কিন্তু দলের বাকি ব্যাটাররা তাঁকে সঙ্গত করতে পারেনি। ১০ নম্বর উইকেট পড়ে অঞ্জলির। ডার্সি ব্রাউন নিজের বলে ক্যাচ ধরেন। ১৪ বলে ১১ র🐲ান করেছিলেন অঞ্জলি। ১৬ ওভারে ৮৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। প্রথম প্রস্তুতি ম্যাচ ৪৪ রানে হারল ভারত।
৯ উইকেট পড়ে গেল ভারতের
কোন প্রতিরোধই গড়ে তুলতে পারছে না ভারত।💛 ১০.৪ ওভারে ৬১ রানের মাথায় পড়ল নবম উইকেট। ৯.৪ ওভারে শিখা পাণ্ডে ৫ বলে ১ করে সাজঘরে ফিরলেন। অ্যাশলে গার্ডনার ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতাঁকে ফেরান। দলের ৬০ রানে অষ্টম উইকেট হারায় ভারত। আর রাধা যাদব ৬ বলে ১ করে সাজঘরে ফেরেন। জোনাসেনের বলে আউট হন তিনি। ভারতের সামনে হারের ভ্রুকুটি স্পষ্ট।
আরও ২ উইকেট হারাল ভারত
আউট হলেন হার্লিন দেওয়🌄াল এবং পূজা বস্ত্রকারও। ৬.২ ওভারে দলের ৪৪ রানের মাথায় ১০ বলে ১২ করে রান আউট হলেন হার্লিন। আর ৮.২ ওভারে ৯ বলে ৯ করে আউট হলেন পূজা। ভারতের রান যখন ৫৫, তখন এলিসা পেরির বলে তাহিলা তাঁর ক্যাচ ধরেন। ৭ উইকেট হারিয়ে চাপে ভারত। তাদের সামনে হারের ভ্রুকুটি।
পঞ্চম উইকেট হারাল ভারত
যস্তিকা ভাটিয়া ৮ বলে ৭ করে আউট হলেন। অ্যাশল꧃ে গার্ডনার তাঁকে এলবিডব্লিউ করেন। ৫.৩ ওভারে ৫ উইকেটে ৪১ রান ভারতের।
রিচাও আউট
চতুর্থ ওভারের তৃতীয় বলে আউট হলেন রিচা ঘোষ। ৯ বলে ৫ করে আউট হন তিনি। ডার্সি ব্রাউনের বলে বেথ মুনি ক꧂্যাচ ধরেন। ৩.৩ ওভারে ২২ রানে ৪ উইকেট হারাল ভারত।
শুরুতেই ধাক্কা খেল ভারত
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। প্রথম ♊২ ওভারে পড়ল ৩ উইকেট। প্রথম ওভারেই জেমিমা রডরিগেজকে ফেরান কিম গার্থ। কিমই জেমিমার ক্যাচ ধরেন জেমিমা শূন্য করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ওভারে পড়ে আরও দুই উইকেট। স্মৃতি মন্ধানা ৩ বল খেলে শূন্য করে সাজঘরে ফেরেন। ডার্সি ব্রাউনির বলে হিলার হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। এই ওভারেই আবার শেফালি বর্মা ৪ বলে ২ রান করে গ্রেস হ্যারিসের ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১.৫ ওভারে ১২ রানে ৩ উইকেট হারায় ভারত।
ভারতের রান তাড়া করা শুরু
১৩০ 💦রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ভারত। জেমিমা রডরিগেজ এবং শেফালি বর্মা ওপেন করতে ꦏনেমেছেন।
নবম উইকেটে হল ২৬ বলে ৫০ রান
নবম উইকেটে দুরন্ত ছন্দে জর্জিয়া ওয়্যারহাম এবং জে♎স জোনাসেন অস্ট্রেলিয়াকে ১২৯ রানে নিয়ে যান। তাদের দাপটেই অজিরা নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে। ২৬ বলে এই জুটি ৫০ রান যোগ করেন। জর্জিয়া ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন। এবং জোনাসেন ১৪ বলে অপরাজিত ২২ করেন। এই জুটির দৌলতে পায়ের তলার জমি শক্ত করে অস্ট্রেলিয়া।
হেদার গ্রাহাম আউট
৮ নম্বর উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। হেদার গ্রাহামকে ফেরান রাধা যাদব। তাঁর ক্যাচ ধরেন স্বস্তিকা ভাটিয়া। ৭৯ রানে ৮ উইকেট হারাল অ🌞স্ট্রেল🎃িয়া।
সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া
১৪তম ওভারেরꩵ শেষ বলে অ্যানাবেল সাদারল্যান্ডকে বো꧃ল্ড করেন রাধা যাদব। ৮ বলে ৪ করে সাজঘরে ফেরেন তিনি। ৭ উইকেটে ৭২ রান অজিদের।
গ্রেস হ্যারিস আউট
ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।🌜 ৬ বলে ৪ রান করে আউট হলেন গ্রেস হ্যারিস। পূজা𝄹 বস্ত্রকারের বলে রিচা ঘোষ ক্যাচ ধরেন। দলের রান ৬ উইকেটে ৬২।
বেথ মুনি আউট
১১তম ওভারে আউট হন বেথ মুনি। ১০.৫ ওভারে দ🔴লের রান যখন ৫৮, তখন পঞ্চম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। সাজঘরে ফেরেন বেথ মুনি। ৩৩ বলে ২৮ করে তিনি রাজেশ্বরি গায়কোয়াড়ের বলে রাধা যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
চতুর্থ উইকেট হারাল অজিরা
৯.৪ ওভার﷽ে চতুর্থ উইকেট পড়ল অজিদের। অ্যাশলে গার্ডনার দলের রানের গতি কিছুটা বাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১৭ বলে ২৩ করে পূজা বস্ত্রকারের বলে আউট হয়ে সাজ෴ঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার এবং একটি ছক্কা। তাঁর পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার গ্রেস হ্যারিস। ১০ ওভারে ৪ উইকেটে ৫৪ রান অস্ট্রেলিয়ার। ৩০ বলে ২৪ করে শুরু থেকে লড়াই চালাচ্ছেন বেথ মুনি।
পেরি রানআউট
তাহিলার পরিবর্তে 🍰নামা এলিসা পেরিকে রানআউট করেন রাধা যাদব। ১ বলে ১ রান করে আউট হন তিনি। ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে অস্ট্রেলিয়া। ১৩ বলে𓃲 ৬ রান করে লড়াই চালাচ্ছেন বেথ মুনি।
মেগার পর তাহিলাকেও ফেরালেন শিখা
৭ বলে ২ রান করে ফিরলেন তাহিলা ম্যাকগ্রা। শিখা পাণ্ডে নিজের বলে ক্যাচ ধরেন। একেবারে শুরুতেই অজিদের ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে অ🎀ক্সিজেন দিলেন শিখা।
প্রথম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার
মেগ ল্যানিংকে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট করেন শিখা পাণ্ডে। ৩ বল খেলে শূন্য করে সাজঘরে ফেরে▨ন মেগ। ২ ওভার শেষে অস্ট্রেলꦏিয়ার সংগ্রহ ৫ রান। বেথ মুনি করেছেন ৬ বলে ৪ এবং মেগের পরিবর্তে নামা তাহিলা ম্যাকগ্রা ৩ বল খেললেও রানের খাতা খোলেননি।
খেলা শুরু
ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ শুরু। প্রথমে ব্যাট করতে নেমেছে অজিরা। ওপেন করেছেন বেথ✱ মুনি এবং মেগ ল্যানিং❀। ভারতের রেনুকি সিং বল হাতে ওপেন করেছেন।
ভারতের সামনে বড় চ্যালেঞ্জ
সদ্য শেষ হয়েছে আইসিไসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরশুম। তার সপ্তাহ দু'য়েকের মধ্যেই শুরু হতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, ছোটদের বিশ্বকাপের ঠিক পরেই শুরু হচ্ছে বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত বিশ্বকাপে তাদের অভিযান শুরু ক💮রবে ১২ ফেব্রুয়ারি। প্রথম ম্য়াচেই হরমনপ্রীতদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তার আগে সোমবার বিশ্বকাপের প্রথম অনুশীলন ম্যাচে গা ঘামিয়ে নিতে নামছে ভারতের আর অস্ট্রেলিয়া।
আত্মবিশ্বাস বাড়াতে চাইবে ভারত
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ২০২৩ আইসিসি মহিলা টি-ট♚োয়েন্টি বিশ্বকাপের আগে হরমনপ্রীতের নেতৃত্বে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার ফলে ভারত নিজেদের ভুলভ্রান্তিগুলো শুধরে নিতে পারবে। ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ জিতে বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস বাড়াতে চাইবে। প্রথম অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। প্রসঙ্গত, ২০২০ সালের ফাইনালে অজিদের বিরুদ্ধেই হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতে💜র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।