ছয় বছরে চতুর্থবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্যে রিয়াল মাদ্রিদের সামনে বাকি আর দুই ধাপ। চেলসির বিরুদ্ধে আলফ্রেদো দি স্তেফানোতে সেমিফাইনালের প্রথম লেগ এক এক ড্র হওয়ায়, অ্যাওয়ে গোলের সুবাদে সামান্য এগিয়ে চেলসিই। এমন অবস্থায় সামনের সপ্তাহে স্ট্যামফোর্ড ব্রিজে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ♏নামবে মাদ্রিদ। তবে এর মধ্যেই মাদ্রিদ শিবিরে ভেসে এসছে দুঃসংবাদ।
চোটের সমস্যায় পুরো মরশুম জুড়ে ভুগতে হয়েছে জিনেদ💟িন জিদানের দলকে। সেই তালিকায় নতুন সংযোজন লেফট-ব্যাক ফারলন্ড মন্ডি। তরুণ ফরাসি ডিফেন্ডার মরশুমের বেশ🍬িরভাগ ম্যাচ খেললেও, চেলসির বিরুদ্ধে খেলতে পারবেন না। এমন অবস্থায় মার্সেলো তাঁর জায়গায় নামবেন এটাই স্বাভাবিক। তবে এই ম্যাচে মার্সেলোকে পাওয়া যাবে কি না, সেই বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ম্যাচের ঠিক আগের দিন মাদ্রিদ নির্বাচন এবং সেখানে ভোটের দায়িত্ব সামলাতে ডাকা হয়েছে এই ব্রাজিলিয়ানকে।
২০১১ সালে মার্সেলো স্পেনের নাগরিকত্ব পান। স্প্যানিশ সরকারের নিয়ম অনুযায়ী দেশের নাগরিকদের বিভিন্ন সময়ে নির্বাচনে দায়িত্ব সামলাতে হয় এবং মার্সোলেকেও এইবার ডাকা হয়েছে। তবে সেইদিনই চেলসির বিরুদ্ধে খেলতে লন্ডন উড়ে যাবেন তাঁর সতীর্থরা। স্পেন সরকারের নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে উক্ত ব্যক্তি আপꩲিল করতে পারেন এবং সেই পথেই এগোচ্ছে মাদ্রিদ কর্তৃপক্ষ।
তবে এই প্রথম না, এর আগেও ২০১৯ সালে লেভান্তে গোলরক্ষক এইটার ফার্নানদজকে অ্যাটলেটিক বিলবাও ম্যাচের আগে নির্বাচনে♉র দায়িত্ব সামলাতে ডাক হয়।꧂ তবে লেভান্তের পক্ষেই রায় যায় সেবার। মাদ্রিদ যদি এই আপিল হেরে যায়, তাহলে ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দিতে লন্ডন উড়ে যাবেন মার্সেলো।
ছয় বছরে চতুর্থবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্যে রিয়াল মাদ্রিদের সামনে বাকি আর দুই ধাপ। চেলসির বিরুদ্ধে আলফ্রেদো দি স্তেফানোতে সেমিফাই♍নালের প্রথম লেগ এক এক ড্র হওয়ায়, অ্যাওয়ে গোলের সুবাদে সামান্য এগিয়ে চেলসিই। এমন অবস্থায় সামনের সপ্তাহে স্ট্যামফোর্ড ব্রিজে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে মাদ্রিদ। তবে এর মধ্যেই মাদ্রিদ শিবিরে ভেসে এসছে দুঃসংবাদ।
চোটের সমস্যায় পুরো মরশুম জুড়ে ভুগতে হয়েছে জিনেদিন জিদানের দলকে। সেই তালিকায় নতুন সংযোজন লেফট-ব্যাক ফারলন্ড মন্ডি। তরুণ ফরাসি ডিফেন্ডার মরশুমের বেশিরভাগ ম্যাচ খেললেও, চেলসির বিরুদ্ধে খেলতে পারবেন না। এমন অবস্থায় মার্সেলো তাঁর জায়গায় নামবেন এটাই স্বাভাবিক। তবে এই ম্যাচে মার্সেলোকে🌌 পাওয়া যাবে কি না, সেই বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে𓂃। ম্যাচের ঠিক আগের দিন মাদ্রিদ নির্বাচন এবং সেখানে ভোটের দায়িত্ব সামলাতে ডাকা হয়েছে এই ব্রাজিলিয়ানকে।
২০১১ সালে মার্সেলো স্পেনের নাগরিকত্ব পান। স্প্যানিশ সরকা🌞রের নিয়ম অনুযায়ী দেশের নাগরিকদের বিভিন্ন সময়ে নির্বাচনে দায়িত্ব সামলাতে হয় এবং মার্সোলেকেও এইবার ডাকা হয়েছে। তবে সেইদিনই চেলসির বিরুদ্ধে খেলতে লন্ডন উড়ে যাবেন তাঁর সতীর্থরা। স্পেন সরকারের নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে উক্ত ব্য়ক্তি আপিল করতে পারেন এবং সেই পথেই এগোচ্ছেন মাদ্রিদ কর্তৃপক্ষ।
তবে এই প্রথম না, এর আগেও ২০১৯ সালে লেভান্তে গোলরক্ষক এইটার ফার্নানদজকে অ্যাটলেটিক𝕴 বিলবাও ম্যাচের আগে নির্বাচনের 𒀰দায়িত্ব সামলাতে তাণর ডাক পরে। তবে লেভান্তের পক্ষেই রায় যায় সেবার। মাদ্রিদ যদি এই আপিল হেরে যায়, তাহলে ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দিতে লন্ডন উড়ে যাবেন মার্সেলো।|#+|
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।