দীর্ঘদিন ধরে চোট আঘাতের সমস্যায় ভুগছেন ইংল্যান্ডের তারকা জোরে বোলার জোফ্রা আর্চার। আইপিএলে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে কঠোরভাবে ফিটনেস প্র্যাকটিসে নিজেকে ডুবিয়ে রেখেছেন তিনি। আইপিএলে ফিরে আসতে কোনও রকম খামতি রাখতে চ🌌াইছেন না জোফ্রা। ইতিমধ্যেই আইপিএলের গ্রুপ লিগের বেশ কয়েকটা ম্যাচ হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখেছে রোহিত শর্মার দল। তাই টিম ম্যানেজমেন্টও চাইছে তাড়াতাড়ি আর্চারকে ফিরিয়ে আনতে।
গত বছর আইপিএলের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি টাকায় ইংল্যান্ডের এই জোরে বোলারকে নিজেদের দলে নিয়ে নেয়। যদিও সেই সময় তাদের কাছে আভাস ছিল এই বছর আইপিএলে না খেলার সম্ভাবনাই বেশি আর্চারের। ইংল্যান্ডের এই তারকা বোলার জাতীয় দলের হয়ে অনেকদি🌃ন ধরেই খেলতে পারছেন না। ২০২২ সালের আইপিএলেও খেলেননি তিনি। তবে এই বছর কিছুটা সুস্থ হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন তিনি।
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোতে একটি সাক্ষাৎকার জোফ্রা জানিয়েছেন, নিজেকে সম্পূর্ণ ফিট করতে তিনি কতটা কঠোরভাবে পরিশ্রম করছেন। ইংল্যান্ডের এই পেসার 𒈔বলেন, 'শেষ দুই সপ্তাহে যেমন আশা করা হয়েছিল তেমনটা করে ওঠা সম্ভব হয়নি। আসলে যখন অনেকদিন ধরে খেলার বাইরে থাকা হয়, ত🥃খন যেমনটা আশা করি তেমনটা সম্ভব হয় না। শরীর ১০০ শতাংশ দিতে পারে না। আমি জানিনা পরবর্তী কোনও খেলা আমি খেলতে পারবো কিনা। তবে আমি নিজেকে সম্ভাব্য সেরা জায়গায় রাখতে চাইছি। সত্যি বলতে আমি এখনও দ্রুত এবং ভালো বোলিং করতে চাই। আসলে যখন ভালো অনুভব করা যায় তখনই ভালো বোলিং করা যায়। আমি ভালো অনুভব করার উপরেই ফোকাস রাখতে চাইছি।'
আইপিএলে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কে তিনি জানান, এই দলের সঙ্গে যুক্ত সকলেই অসাধারণ ব্যক্তিত্ব। সতীর্থদের প্রশংসা করে তিনি বলেন, 'এই দলে প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে। সবাই আমাকে স্বাগত জানিয়েছে খুব ভালো ভাবে। মুম্বই অসাধারণ ফ্যাঞ্চাইজি। আমি আশা করছি এই দলের হয়ে কয়েকটি ম্যাচ জেতার সুযোগ পাব। গত বছর থেকে আমরা এই বছর দারুণ পারফরম্যান্স করছি। আমরা🐠 আমাদের লক্ষ্যের দিকে খুব ভালো ভাবেই এগোচ্ছি। আমাদের টার্গেট প্রতি ম্যাচ 𝐆জিতে এগিয়ে যাওয়া।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।