শুভব্রত মুখার্জি
করোনার ফলে যে কোনও প্রতিযোগিতা বা সিরিজ শুরুর আগে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে প্লেয়ারদের। দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে বাড়ে মানসিক চাপ। অনেকে প্লেয়ারই ভুগতে শুরু করেছেন অবসাদে। পরিবার পরিজন ছে💝ড়ে দীর্ঘ দিন এ ভাবে থাকায়া যে কতটা কঠিন, তা আরও একবার বোঝা গেল কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টের কথায়।
পরিবারকে সময় দিতে চেয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না বলে জানিয়ে দিলেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা নিউজিল্যান্ডের পꦿেসার ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ড সিরিজ না খেললেও ১৮ জুন থেকে শুরু হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বো♒ল্ট ভারতের বিপক্ষে খেলবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত করোনার কারণে যদি আইপিএল স্থগিত না হত তাহলে বোল্ট এমনিতেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারতেন না। তবে করোনার কারণে হঠাৎ আইপিএল স্থগিত হয়ে যাওয়ায়, বোল্টের ইংল্য🍸ান্ডের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ হয়ে গিয়েছিল। কিন্তু কোয়ারেন্টাইনে থাকার সমস্যা এবং পরিবারকে সময় দেওয়ার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলার কথা জানিয়েছেন বোল্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান কার্যনির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ইংল্যান্ডে যাওয়ার আগে বোল্ট পরিবারকে সময় দিতে চাইছেন। আমরা ওঁর সিদ্বান্তকে পূর্ণ সমর্থনಞ জানাচ্ছি।’ এই মুহূর্তে বাকি নিউজিল্য়ান্ড প্𝄹লেয়ারদের সঙ্গে মলদ্বীপে রয়েছেন বোল্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।