চেন্নাই সুপার কিংস তಞাদের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার পরে হরভজন সিং আইপিএল নিলামে অবিক্রিত থাকতে পারেন বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। যদিও সকলকে অবাক করে কেকেআর এবছর নিলাম থেকে ২ কোটি টাকার বেস প্রাইসে ভাজ্জিকে দলে নেয়।
শুধু স্কোয়াডে অন্তর্ভুক্ত করাই নয়, কলকাতা নাইট রাইডার্স হরভজনকে প্রথম ম্যাচেই মাঠে নামায়। এমনকি নতুন বলে তাঁকে দিয়েই বোলিং শুরু করায়। ক্যাপ্টেন মর্গ্যান প্রথম ওভারে বল করার জন্য ডাকেন হরভজনকে। ক্যাপ্টেনকে হতাশ করেননি সর্দার। প্রথম ওভারে মাত্র ৮ রান খরচ করেন তিনি। এমনকি ডেভিড ওয়ার্নারের উইকেটও তুলে নিতে পারতেন তিনি, 🉐যদি না প্🍌যাট কামিন্স সহজ ক্যাচের সুযোগ হাতছাড়া করতেন।
শুরুতেই দারুণ বল করলেও মর্গ্যান হরভজনকে আর বল করতে ডাকেননি। ৬৯৯ দিন পরে মাঠে ফি♈রে মাত্র এক ওভার বল করেই সন্তুষ্ট থাকতে হয় তারকা স্পিনারকে।
ম্যাচের শেষে স্বাভাবিকভাবেই নাইট অধিনায়ককে এই নিয়ে প্রশ্নের মুখে 🅺পড়তে হয়। হরভজন প্রসঙ্গে মর্গ্যান বলেন, ‘ভাজ্জি প্রথম ওভারে সত্যিই দারুণ শুরু করে। যদিও তার পর আর বল করেনি। তবে নিজের অভিজ্ঞতা ব্যবহার করেছে বাকিদের গাইড করার কাজে। এটা তো দেখাই গিয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।