আইপিএল ২০২২-তে ১০ দলের ক্রিকেটারদের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিলেন হরভজন সিং। রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পন্তের মতো টিম ইন্ডিয়ার প্রথম সারির ক্🐻রিকেটারদের জায়গা হয়নি ভাজ্জির বেছে নেওয়া সেরা একাদশে।
তবে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। সঙ্গত কারণেই টার্বুনেটর নিজের সেরা আইপিএল দলের ক্যাপ্টেন বেছে নিয়েছেন হা💎র্দিক পান্ডিয়াকে।
Sportskeeda-র আলোচনায় সর্দার নিজের বেছে নেওয়া আইপিএল একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটারকে জায়গা করে দিয়েছেন। যদিও কোনও আইপিএল একাদশে ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটার রাখা যায় না। পাঁচ বিদেশি তারকার মধ্যে নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেলের। বাকি চারজন হলেন রাজস্থান রয়্যালসের জোস বাটলার, পঞ্জ🌊াব কিংসের লিয়াম লিভিংস্টোন, গুজরাট টাইটানসের রশিদ খান ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জোস হ্যাজেলউড। অবাক করার বিষয় এই যে, ভাজ্ꩵজি ডেভিড মিলারের নাম বিবেচনা করেননি।
ছ'জন ভারতীয় ক্রিকেটার হলেন লখনউয়ের লোকেশ রাহুল, হায়দরাবাদের রাহুল ত্রিপাঠী ও উমরান মালিক, গুজরাটের হার্দিক পান্ডিয়া, আরসিবির দীনেশ কার্তিক এবং রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। হরভজন দ্বাদশ ব্যক্তি হিসেবে নাম নিয়েছেন গুজꦗরাটের মহম্মদ শামির।
হরভজন সিংয়ের সেরা আইপিএল একাদশ: জোস বাটলার, লোকেশ রাহুল, রাহুল ত্রিপাঠী, লিয়াম লিভিংস্টোন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, যুজবেন্দ্র চাহাল, রশিদ খান, উমরান মালিক ও জোস হ্যাজেলউড।
দ্বাদশ ক্রিকেটার: মহম্মদ শামি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।