এ বারের আইপিএলটা একেবারে স্বপ্🥂নের মতো কেটেছে জোস বাটলারের। ৮৬৩ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ তো বটেই, জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। তবে আইপিএল ফাইনালে দলকে জেতাতে পারলেন না বাটলার। গুজরাট টাইটানসের বিরুদ্ধে সাত উইকেটে পরাজিত হয় বাটলারের রাজস্থান 🍌রয়্যালস।
পুরো মরশুমে দুর্দান্ত খেললেও ফাইনালে নিজের দলকে বড় রান করতে সাহায্য করতে পারেননি বাটলার। ম্যাচের ১৩তম ও🍰ভারে হার্দিক পান্ডিয়ার এক থ্রি-কোয়ার্টার লেংথের বলে ঋদ্ধিম🎶ান সাহার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাটলার। তবে এদিনটা এক অন্ন বাটলারকে দেখা গেল। আউট হওয়ার পরেই নিজের দলের ডাগ আউটের কাছে গিয়েই হতাশা ও রাগে নিজের হেলমেট এবং গ্লাভস একেবারে ছুঁড়ে ফেলে দেন বাটলার।
সাধারণত শান্তশিষ্ট স্বভাবের বাটলারকে সচরাচর রাগ করতে দেখা যায় না। তবে এদিন হয়তো এতবড় একটি ফাইনাল ছিল বলেই ভিন্ন বাটলারকে দেখা গেল। ফাইনালে বাটলারকে নিজের স্বাভাবিক ছন্দে দেখা না গেলেও কিন্তু রাজস্থানের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বাটলারই। তবে তা এসেছে ৩৫ বলে। বাটলারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ১৩০ রানই তুলতে পারে রাজস্থান। জবাবে সাত উইকেট বাকি রেখেই ম্যাচ ও খেতাব জিতে নেয় গুজরাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।