আড়াই বছর অধিনায়কত্ব করে𝄹ছেন। চার বছর খেলেছেন। সেই দীনেশ কার্তিকের বিদায়ে আবেগঘন বার্তা দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারইমধ্যে মজা করে নাইট সিইও বেঙ্কি মাইসোর বললেন, ‘আমাদের বিরুদ্ধে হালকাভাবে খেল।’
এবার আইপিএ💯লের নিলামের আগে কার্তিককে রিটেন করেনি কেকেআর। নিলামেও তাঁর জন💖্য বিড করেনি নাইট ব্রিগেড। বরং প্রাক্তন নাইট অধিনায়ককে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। তারপর কেকেআরের তরফে কার্তিককে শুভেচ্ছা জানানো হয়। সেইসঙ্গে বিশেষ বার্তা দেন নাইট সিইও। পুরনো দিনের কথা তুলে জানান, কীভাবে কার্তিকের সঙ্গে পারিবারিক সম্পর্কে গড়ে উঠেছে।
নাইট সিইও বলেন, ‘গত চার বছর ধরে তুমি কলকাতা নাইট রাইডার্সের জন্য যা করেছ, সেজন্য কেকেআর পরিবারের তরফ থেকে আমি ডিকে - দীনেশ কার্তিককে ধন্যবাদ জানাতে চাই। ২০১৮ সালের নিলামে তোমায় যখন দলে নিয়েছিলাম, তখন অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। তোমার শুরুটা দুর্দান্ত হয়েছিল। ফাইনালে যাওয়ার থেকে মাত্র একটি ম্যাচ দূরে ছিলাম। কেকেআরের অধিনায়কত্বের ব্যাটন তুলে𝔍 নেওয়ার জন্য আমরা যে অনুরোধ করেছিলাম, তা গ্রহণ করেছিলে। দারুণ কাজ করেছ। ২০১৯ এবং ২০২০ সালে আমরা যুগ্মভাবে চতুর্থ স্থানে ছিলাম। কিন্তু নেট রানরেটের কারণে ছিটকে গিয়েছিলাম।’
তবে শুধু ক্রিকেটের মধ্যে কার্তিকের সঙ্গে সম্পর্কের গণ্ডি বেঁধে রাখেননি নাইট ꦉসিইও। তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে কেকেআরের জন্য তুমি কী করেছ, সেটা সবাই জানে। ক্রিকেট মাঠের বাইরে তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলে। তোমা♊র পরিবার আমাদের পরিবার হয়ে উঠেছিল। তুমি চলে যাচ্ছ বলে আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছ। তবে আমরা জানি যে ক্রিকেটের মাঠ ছাড়া (আমরা সর্বদা বন্ধু থাকব)। তুমি আলাদা জার্সি পরবে।' তারপরই হেসে মাইসোর বলেন, 'তাই আমাদের বিরুদ্ধে যখন নামবে, তখন হালকাভাবে খেল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।