আইপিএল এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব💃িরুদ্ধে ১৪ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২০৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে লখনউয়ের ব্যাটিং অ্যাপ্রোচ প্রশ্নের মুখে পড়েছে। লোকেশ রাহুলরা নিজেদের ইনিংসে মোট ৪৩টি ডট বল খেলেন
তবে শুধু ব্যাটিংই নয়, এদিন লখনউয়ের ফিল্ডিংও ছিল হতশ্রী। ফিল্ডিং খারাপ না করলে হয়তো এত রান তাদের তাড়াই করতে হত না। লখনউয়ের বিরুদ্ধে এদিন অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন রজত পতিদার। তাঁর ইনিংসে এক দুই নয়, তিন তিনটে ক্যাচ মিস করেছে লখনউ। অধিনায়ক রাহুলও তার মধ্যে একটি ক্যাচ ফেলেন। এখানেই শেষ নয়, ২৩ বলে ৩৭ রান করা দীনেশ কার্তিকের ক্যাচও ফেলেন রাহুল। এরপরেই লখনউ মেন্টর গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
ছয় বলে দুই রানে ব্যাট করা কার্তিক ইনফিল্ডের ওপর দিয়ে বল মারতে গেলেও ঠিক ঠাক কানেক্ট করতে পারেননি। রাহুল পিছনের দিকে দৌড়ে ডাইভ মেরে ক্যাচ প্রায় ধরেই ফেলেছিলেন। দুই হাতে বল ছিল তাঁর। তবে শেষ মুহূর্তে 🔜বল তাঁর নাগালেജর বাইরে বেরিয়ে যায়। রাহুল স্বাভাবিকভাবেই এই ক্যাচ ছেড়ে হতাশ ছিলেন। তবে ক্যাচ ধরার আগেই উচ্ছ্বাস শুরু করে দেওয়া গৌতম গম্ভীর চরম হতাশ হয়ে পড়েন। হয়তো লখনউ এই ক্যাচগুলি ধরলে ম্যাচের ভাগ্যও ভিন্ন হতো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।