রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সপ্তম উইকেটে দিল্লি ক্যাপিটালসের ললিত যাদব এবং অক্ষর প্যাটেল দুরন্ত ৭৫ রানের পার্টনারশিপ গড়ে। এই জুটির রানরেট ছিল ১৫.০০। যা টি-টোয়েন্টির ইতিহাসে সপ্তম বা তার নীচে খেলা জুটির পার্টনারশিপের ক্ষেত্রে সর্বোচ্চ রানরেট। অবশ্য এই পরিসংখ্যানে সেই সব জুটিকেই ধরা হয়েছে, যারা কমপক্ষে ৩০ বল খেলেছে। সেই দিক থেকে সর্বোচ্চ রানরেট এখন ললিত♛-অক্ষরের।
টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান করে মুম্বই। ইশান কিষাণ ৪৮ বলে ৮১ রান করেন। ৩২ বলে ৪১ করেন রোহিত শর্মা। কুলদীপের ৩ উಌইকেট নেন। ২ উইকেট নিয়েছেন খালিল আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট ༺হারিয়ে ১৭৯ রান করে দিল্লি। ৩৮ বলে ললিত যাদব অপরাজিত ৪৮ রান করেন। আর ১৭ বলে ৩৮ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেলও। দুই ক্রিকেটার মিলে দিল্লিকে ম্যাচ জেতান। জয় এনে দেন। বাসিল থাম্পি ৩ উইকেট নিয়েছেন। মুরুগান 🍬অশ্বিন ২ উইকেট নিয়েছেন। মিলস নিয়েছেন ১ উইকেট। ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে গিয়েছে ঋষভ পন্তের টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।