রেকর্ড আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এ মরশুমের শুরুটা একেবারে দুঃস্বপ্নের মতো হয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১২ রানে আইপিএল ইতিহাসে দ্বিতীয়বার নাগাড়ে মরশুমের প্রথম পাঁচ ম্যাচেই হারল পল্টনরা। দলের পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে গুরুত্বপূর্ণ সময়ে দুই রান আউট নিয়েই আফসোসের সুর ধরা প🔯ড়ল রোহিত শর্মার গলায়।
পঞ্জাবের ১৯৮ রানের জবাবে ডেওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মার ৮৩ রানের পার্টনারশিপ মুম্বইকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিল। তবে ব্রেভিসের আউট হওয়ার পরেই সূর্যকুমার যাদবের সঙ্গে তালমেলের গড়বড়ে প্রথমে ৩৬ রানে ব্যাট করা তিলক আউট হন এবং ২০ বল পড়েই বিধ্বংসী কায়রন পোলার্ডও মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন। এই দিকেই ইঙ্গিত করে রোহিত বলেন, ‘আমার মতে আমরা এই ম্যাচে বেশ ভালই খ♎েলেছি এবং নিজেদের ব্যাটিং ইনিংসে সফলভাবে রান তাড়া করার অনেক কাছেও পৌঁছে গিয়েছিলাম। ওই রান আউটগুলিই ম্যাচ বদলে দিল। তবে এমনটা হয়েই থাকে। একসময় দারুণভাবে জয়ের দিকে এগোচ্ছিলাম। কিন্তু শেষমেশ মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করতে ব্যর্থ হই। ইনিংসের শেষের দিকে ওরা যেমন বল করেছে, তার জন্য কিংসদের বাহবা দিতেই হবে।’
এই ম্যাচে নিজেদের ব্যাটিং অর্ডারেও হালকা রদবদল করে মুম্বই। ব্রেভিস ও তিলক বর্মার পরে, পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামানো হয় সূর্যকে। এই নিয়ে কথা বলতে গিয়ে রোহিতের সাফ ব্যাখা, ‘যখন দল ম্যাচ জিততে পারছে না, তখন টুকটাক কিছু বদল ঘটিয়ে সাফল্য পাওয়ার চেষ্টা তো করতেই হবে। তাই আমরা নিজেদের চিন্তাভাবান, খেলার ধরনে কিছু বদল করতে চাইছি। হ্যাঁ, এখনও হয়তো তা কꦗাজে আসেনি, তবে আমি খেলোয়াড়দের বাহবাই দেব। আমরা ভাল লড়াই করেছি। আমরা ব্যাটিংও ভালই করেছি। কিন্তু শেষমেশ কিংসরা নিজেদের মাথা ঠান্ডা রেখেই ম্যাচ বের করে নিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।