শুভব্রত মুখার্জি: ইংল্যান্ডের ডানহাতি পেসার জোফ্রা আর্চার দীর্ঘ দিন ধরেই চোট আঘাতের সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে জাতীয় দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতেন তিনি। এই শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন জোফ্রা। তার পর থেকেই নানা চোট আঘাতের সমস্যায় ভুগছেন তিনি। চোট সারিয়ে ফিরে এসেও বারবার তিনি চোটের কবলে পড়ছেন। চলতি আইপিএলেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেন।♐ তার পরে ফের তাঁর কনুইয়ের সমস্যায় জেরবার তিনি। ফলে শেষ দু'টি ম্যাচে খেলতে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন: ICC T20 Rankings-এ ব্যাটারদের তালিকায় একে ♕সূর্য, কোহলি-রোহিতদের খুঁজে পাওয়া কঠিন
সামনেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আর তাই নাকি কোনও রকম ঝুঁকি না নিয়ে আর্চার আইপিএলের মাঝ পথেই তাঁর কনুইয়ের চোট সারাতে চলে🍨 গিয়েছেন বেলজিয়ামে! এমন রিপোর্ট করা হয়েছিল সংবাদমাধ্যমের একাংশের তরফে। আর তার পরেই সোশ্যাল মিডিয়াতে সেই সাংব🦩াদিককে একহাত নিয়েছেন জোফ্রা। তিনি চাঁচাছোলা ভাষায় লিখেছেন, এই রকম মিথ্যা খবর রটানোর জন্য লজ্জা লাগে সেই সাংবাদিককে দেখলে।
সোশ্যাল মিডিয়াতে জোফ্রা লিখেছেন, ‘একটা আর্টিকেল আমি লিখে ছেড়ে দিলাম, তথ্য জানলাম না, যাচাই করলাম না, আমার সঙ্গে আলোচনা করা হল না, আমার সম্মতি নেওয়া হল না, বিষয়টি খুব লজ্জাজনক। যেই সাংবাদিক হোন না কেন, আপনার লজ্জা লাগা উচিত। একজন ক্রিকেটারের কাছে দুঃশ্চিন্তাꦡর এবং খুব সঙ্কটময় সময়, আর সেটাকেই নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে কাজে লাগাচ্ছেন!! লজ্জাজনক।’
চলতি মরশুমে আইপিএলে দু'টো ম্যাচে খেলেছেন আর🍌্চার। যার মধ্যে রয়েছে মুম্বইয়ের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে খেলা ম্যাচটিও। 'দ্য টেলিগ্রাফে' একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে লেখা হয় আর্চারের ফের অস্ত্রোপচার হয়েছে। এ বার তাঁর কনুইয়ের অস্ত্রোপচার হয়েছে বেলজিয়ামে। আর এই মিথ্যা খবরেই একেবারে ক্ষেপে লাল হয়ে যান আর্চার। টুইটারে সেই খবরের পরিপ্রেক্ষিতেই নাম না করে সাংবাদিককে একহাত নেন তিনি। মুম্বইয়ের পরবর্তী ম্যাচ ৩০ এপ্রিল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে সম্ভবত খেলবেন জোফꩲ্রা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।