ভারত-অস্ট্রেলিয়ার ইন্দোর টেস্ট ঘির🧔ে উত্তেজনার মাঝেই, ঢাকে কাঠি পড়ে গেল আইপিএলের। কারণ শুক্রবার থেকেই চার বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসও অনুশীলন শুরু করে দিতে চলেছে। আর তার জন্য সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বৃহস্পতিবারই পৌঁছে গেলেন চেন্নাই। যোগ দিলেন চেন্নাই সুপার কিংসের শিবিরে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে সিএসকে।
আরও পড়ুন: রোহিতদের 𓄧প্রতিপক্ষ ১৪১ বছরের ইতিহাস, এত কম রান কোনও দল ডিফেন্ড করতে পারেনি
ধোনিকে বরণ করে নেওয়ার জন্য সিএসকে ভক্তরা বিশেষ ব্যবস্থা করেছিল চেন্নাই বিমানবন্দরে। মাহি যে চেন্নাইয়ে আসছেন এই খবর অনেক আগে থেকেই পেয়েছিলেন ভক্তরা। সেই কারণে বিমানবন্দরে নামার প্রায় ঘণ্টা দুই আগে থেকেই ভক্তরা এসে হাজির হন। ঢাক-ঢোল বাজিয়ꩲে, পুষ্প বৃষ্টির মাধ্যমে তাঁকে বরণ করে নেয় চেন্নাই। তবে ধোনি সবেতেই শান্ত। আবেগের কোনও বহিঃপ্রকাশ তাঁর মধ্যে দেখা যায়নি। ধীর পায়ে গাড়িতে উঠে পড়লেন মাহি। আর ধোনি চেন্নাই পৌঁছতেই যেন আবেগের জোয়ার দেখা যায় নেটপাড়ায়। সিএসকে ভক্তদের সৌজন্য তাঁর ছবি ভিডিꦐয়ো উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘ওয়েলকাম হোম থালা।’
বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, সিএসকে সিইও কেএস বিশ্বনাথন বলেছেন, ‘সিএসকে শুক্রবার থেকে প্রশিক্ষণ শুরু করবে। ধোনিও থাকবেন। ভারতীয় দলের 💟সদস্যরা শিবিরে অংশ নেবেন।’ প্রসঙ্গত, অজিঙ্কা রাহানে এবং অম্বাতি রাইডুও শিবিরে থাকবেন।
গত মরশুমেই চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেন অধিনায়কত্বের দায়িত্ব। কিন্তু সেই গুর𝓰ুভার সামলাতে ব্যর্থ হন জাড্ডু। তাঁর আমলে মুখ থুবড়ে পড়ে চেন্নাই। অগত্যা দলকে রক্ষা করতে ফের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন ধোনি। এ বারও আপাতত তিনিই অধিনায়ক। তবে সিএসকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নেতৃত্ব কিংবা অবসরের বিষয়ে ধোনিই চূড়ান্ত সিদ্ধান্🦋ত নেবেন। তবে যা খবর তাতে, এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে।
আরও পড়ুন: ৮ উইকেট নিয়ে মুরলিধরনের রেকর্ড ভাঙলেন🉐✨ লিয়ন, গড়লেন একাধিক নজির
এ বারের নিলামে বেন স্টোকস, কাইল জেমিসনের মতো ক্রিকেটারকে কিনেছে চেন্নাই। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং নিউজিল্যান্ডের পেসারকে দলে নিয়ে তাদের শক্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও জেমিসনের পিঠে চোট রয়েছে। তিনি খেলতে পারবেন কি না তা এখনও জানা যায়নি। জেমিসনের পরিবর্তও ভাবতে শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তহে ধোনির সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ🌃্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সিএসকে-এর তরফে ।
৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই। সেই গ্রুপের বাকি দলগুলো হল, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবা🅷দ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। এই দলগুলির বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে চেন্নাই। অন্য গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টস। এই দলগুলির বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খඣেলবে চেন্নাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।