সাত ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জিতেছে, চারটিতেই হেরেছে। ২০২৩ আইপিএলেও বেশ নড়বড় করছে রোহিত শর্মা ব্রিগেড। ২০২২ আইপিএল✅ে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর, এই মরশুমেও খুব একটা ভালো ছন্দে পাওয়া যাচ্ছে না পাঁচ বারের চ্যাম্পিয়নদের। আর এর পিছনে মুম্বইয়ের বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হল বোলারদের নিয়ে। পাশাপাশি আরও বেশ কিছু সমস্যার কারণেই পিছিয়ে পড়ছেন রোহিত শর্মারা।
মুম্বই ইন্ডিয়ান্সের হাল: ৭ ম্যাচের পর তারা ⛦৩টিতে জিতেছে। ৪টি ম্যাচ হ♛েরেছে। পয়েন্ট ৬। নেট রানরেট -০.৬২০।
রোহিতদের সমস্যা:
বোলিংয়ের বেহাল দশা- সব দলই তাদের ৭টি করে লিগ ম্যাচ খেলে ফেলেছে এবং এই অবস্থায় মুম্বই ইন্ডিয়ান্স দল দুর্বল বোলিংয়ের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে💞। ডেথ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের ইকোনমি রেট ১২.৪৫। দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা ১১.২৬ ইকোনমি রেটে রান দিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইকোনমি রেট ১০.৯৫, দিল্লি ক্যাপ্টিলস ১০.৬১ এবং ꦛপঞ্জাব কিংস ১০.৪৩ ইকোনমি রেটে বল করেছে। বোলাররা উন্নতি না করলে ডুবতে হবে মুম্বইকে।
আরও পড়ুন: জাতীয় দল চুলোয় দিয়ে IPL টিম✅ের সঙ্গেই বছর ভর চুক্তির প্রস্তাব ৬ ব্রিটিশকে- রিপোর্ট
জোফ্রার চোট- একেই জসপ্রীত বুমরাহ চোটের কারণে ছিটকেꦬ গিয়েছেন। জোফ্রা আর্চারের উপর ভরসা করা হয়েছিল। কিন্তু তিনও ডোবাচ্ছেন দলকে। সাত ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে খেলেছেন জোফ্রা। দলে তারকা পেসারের অভাবটা খুব বেশি ভাবে সমস্যায় র▨েখেছে রোহিতদের।
ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব- মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের ধারাবাহিকতা নেই একেবারে। যে কারণে কিন্তু তাদের ডুবতে হচ্ছে বারবার। মুম্বইের ওপেনিং জুটিই নড়বড় করছে। রোহিত শর্মা, ইশান কিষাণ ধারাবাহিক ভাবে দলের বাল 𓄧ধরতে পারছেন না। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও ধারাবা🌞হিক নন। তিলক বর্মা শুরুটা ভালো করলেও, তিনি মুম্বইয়ের খারাপ সময়ে জ্বলে উঠতে পারছেন না।
টিমের মধ্যে গা-ছাড়া ভাব: যেন প্লেয়ারদের মধ্যে জেতার ইচ্ছেটাই সেই ভাবে নেই। জ্বলে উঠতে বারবার ব্যর্থ হচ্ছে তারা। কোথায় গ্যাপ থেকে যাচ🌸্ছে, সেটা টিম ম্যানেজমেন্টকে আগে বের 🐈করতে হবে। রোহিতও যেন কিছুটা ব্যাকফুটে রয়েছেন বলে মনে হচ্ছে। তাঁর সেই আত্মবিশ্বাসটাই নেই।
কী করলে প্লে-অফে উঠতে পারবে মুম্বই?
মুম্বইয়ের প্লেয়ারদের ধারাবাহিক হতে হবে সবার আগে। রোহিতদের টিমে চোট আঘাত বাদ দিয়ে যে একাদশ 🍰করা হচ্ছে, সেটার বাইরে টিম করা কঠিন। ঝাই রিচার্ডসনকে খেলিয়ে দেখা যেতে পারে। তবে প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে। ইশান-রোহিতের ওপেনিং জুটিকে আরও ভালো পারফর্ম করতে হবে। বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। মুম্বইকে বাকি ম্যাচগুলো থেকে যত বেশি সম্ভব পয়েন্ট পেতে হবে। এর পর পয়েন্ট নষ্ট করা মানে প্লে-অফের স্বপ্ন থেক দূরে সরে যাওয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।