হায়দরাবাদের কথা মনে করলেই সবার প্রথমে যে খাওয়ারের কথা মাথায় আসে, তা হল বিরিয়ানি। এই খাবারের জনপ্রিয়তা গোটা দেশ জুড়ে। দেশের বাইরেও সুনাম রয়েছে এই সুস্বাদু খাবারের। হায়দরাবাদে ঘুরতে গিয়ে সেখানের বিরিয়ানি খেয়ে দেখেননি তা খুব কম জনই রয়েছেন। কারণ সেখানে গেলে কিছু খাবার খাওয়া হোক না হোক বিরিয়ানি খেয়ে দেখে অনেকেই। এবার সাইনাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে সেখানকার ✱বিরিয়ানি খেলেন কলক🌼াতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা।
আজ অর্থাৎ বৃহস্🧜পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরপর ম্যাচ হেরে কার্যত ক্লান্ত চন্দ্রকান্ত পণ্ডিতের দল। প্লেঅফে যাওয়ার সম্ভাবনা কার্যত কঠিন শাহরুখ খানের কাছে। এই পরিস্থিতি হাতে শেষ যতগুলি ম্যাচ রয়েছে সেই সব ম্যাচ জিততে চায় নাইট শিবির। দলের অন্দরের পরিস্থিতি যাই হোক🐬 না কেন, মাঠে যে নাইটদের পারফরম্যান্স মোটেই ভালো না তা বলার অপেক্ষা রাখে না।
এই আইপিএলের প্রথম পর্বে নিজেদের ঘরের মাঠে সানরাইজার্সদ🧔ের কাছে হারতে হয়েছে কলকাতাকে। ফলে বৃহস্পতিবারের এই ম্যাচ কেকেআর শিবিরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথম পর্বের বদলা নেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলেও কিছুটা এগিয়ে যেতে মরিয়া তারা। কিন্তু এই ম্য়াচে নামার আগে হায়দরাবাদি বিরিয়ানিতে মজলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং গুরবাজরা।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে নামার আগে অনুশীলন করে কেকেআর শিবির। আর সেই অনুশীলন পর্ব মেটার পরই নাইট ড্রেসিংরুমে বিরিয়ানির ব্যবস্থা করা হয়। সেখানেই চেটেপুটে হায়দরাবাদি বিরিয়ানি 🐼খেলেন ক্রিকেটাররা। আই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিরিয়ানির হাড়ি খোলা মাত্রই নাইট ক্রিকেটাররা এগিয়ে যান। খেয়ে দেখেন জেসন রয়, আন্দ্রে রাসেলরা। শুধু তাই নয়, রাসের পাশে বসে সুনীল নারিন বলতে থাকেন, 'দয়া করে খাওয়ার নিয়ে আন্༒দ্রেকে কিছু জিজ্ঞাসা করো না। সব কিছুই ভালো রাসেলের জন্য।' তবে অনুশীলনে আসেননি গুজবাজ। তিনিও হায়দরাবাদি বিরিয়ানি থেকে বঞ্চিত হননি এই আফগান ক্রিকেটার। তাঁর জন্যও টিম হোটেলে নিয়ে যাওয়া হয় বিরিয়ানি। সেই বিরিয়ানি পাওয়ায় খুশিও হন আফগান ক্রিকেটার। সতীর্থকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। স্বাভাবিক ভাবেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ হালকা মেজাজে নাইট ক্রিকেটাররা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।