রোহিত শর্মা, ইশান কিষাণের মতো প্রতিষ্ঠিত তারকারা শুরুতে কেকেআরের বোলিং আক্রমণের সামনে খোঁড়াচ্ছিলেন। তবে ডেওয়াল্ড ব্রেভিসের ব্♍যাটিং দেখে বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না যে, উমে🌳শ যাদবরা বাইশগজে রীতিমতো আগুন ঝরাচ্ছিলেন।
বিশেষ ൲করে যুব বিশ্বকাপ মাতিয়ে আসা প্রোটিয়া তারকার এটাই যে প্রথম আইপিএল ইনিংস, সেটা টের পাওয়ার উপায় ছিল না। এতটুকু জড়তা ছিল না। ছিল না কোনও ভয়ডর। যেরকম আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেন ব্রেভিস, তাতেই বোঝা যায়, তাঁকে কেন বেবি এবি বলে ডাকা হয়।
২.৫ ওভারে রোহিত আউট হওয়ার পর ব্যাট হাতে ক্রিজে আসেন ব্রেভিস। মাঠে নেমেই উমেশ যাদবের বলে (২.৬ ওভারে) ১ রান নিয়ে খাতা খোলেন তিনি। রসিখ দার পরে🌳র ওভারে বল করতে এলে প্রথম বলেই (৩.১ ওভার) চার মারেন বেবি এবি।
পরে ৪.৩ ওভারে উমেশ যাদবকে বাউন্ডারিতে পাঠান ব্রেভিস। পাওয়ার প্লে-র শেষ বলে (৫.৬) প্যাট কামিন্সকে ছক্কা হাঁকান ডেওয়াল্ড। তবে ৭.১ ওভারে বরুণ চক্রবর্তীর বলে যেভাবে ছয় মারে🍒ন ব্রেভিস, তাতেই তাঁর জাত চেনা যায়। বরুণের বল নাগালে পেতে না দেখেই লেগ-সাউডে তুলে মারেন ব্রেভিস। টাইমিংয়ের পরেই বোঝা গিয়েছিল বলের গন্তব্য গ্যালারি।
শেষমেশ ৭.৫ ওভারে বরুণের বলেই স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়েন ব্রেভিস। যদিও এই উইকেটের 🐭পিছনে বোলারের থেকেও বেশি কৃতিত্ব প্রাপ্য উইকেটকিপার বিলিংসের। ব্রেভিস অভিষেক আইপিএল ইনিংসে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৯ রান করেন। ট্রেলারেই বোঝা যায়, হিট হতে চলেছে পিকচার।
সꦬ্বাভাবিকভাবেই ব্রেভিসের এমন ইনিংসে মজে ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে তাঁর নো-লুক ছক্কায় যারপরনাই আপ্লুত নেটিজেনরা। ইতিমধ্যেই এই শটটিকে এখনও পর্যন্ত চলতি টুর্নাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমেন্টের সেরা শট হিসেবেও দাবি করা হচ্ছে। বেশিরভাগেরই ধারণা, আইপিএলে ছড়ি ঘোরাতে এসেছেন বেবি এবি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।