আউট না নট-আউট, কলকাতা বনাম পঞ্জাব ম্যাচের শেষবেলায় রাহুল ত্রিপাঠীর ধরা ক্যাচ ঘিরে আইপিএলে শুরু জোর বিতর্ক। পঞ্জাব ইনিংসের ১৯তম ওভারে শিবম মꦗাভির তৃতীয় বল লেগ-সাইডে তুলে মারেন লোকেশ রাহুল। বাউন্ডারি লাইন থেকে অনেকটা দৌড়ে এসে রাহুল ত্রিপাঠী সামনের দিকে শরীর ছুঁড়ে দিয়ে দুরন্ত ক্যাচ ধরেন।
যদিও মাটির খুব কাছ থেকে ক্যাচ ধরায় ত্রিপাঠী যথাযথ বল তালুবন্দি করতে প💧েরেছেন কিনা সন্দেহ হয় আম্পায়ারদের। কোনওরকম ঝুঁকি না নিয়ে ফিল্ড আম্পায়াররা বিষয়টি বিবেচনার জন্য তৃতীয় আম্পায়ারের এজলাসে পাঠিয়ে দেন। টেলিভিশন আম্পায়ার অনিল ডান্ডেকর বেশ কয়েরবার রিপ্লে খতিয়ে দেখার পর সিদ্ধান্তে উপনীত হন যে, বল মাটি ছুঁয়ে ত্রিপাঠীর হাতে জমা পড়েছে। সুতরাং নট-আউট লোকেশ রাহুল।
যদিও রিপ্লে দেখার পরেও অনেকেই মনে করছেন যে, বলের পিছনে ত্রিপাঠীর আঙুল ছিল। সুতরাং, নিয়ম মতো রাহুল এক্ষেত্রে আউট ছিলেন বলেই ম𒁏ত তাঁদের। তৃতীয় অম্পায়ারের সিদ্ধান্ত সঙ্গত কারণেই খুশি করতে পারেননি নাইট শিবিরকে। তবে পঞ্জাব শিবিরে রীতিমতো উত্সবের আমেজ দেখা যায় তৃতীয় আম্পায়ার লোকেশ রাহুলকে নট-আউটꦆ ঘোষণা করায়।
শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, বিশে🎶ষজ🌄্ঞদের অনেকেই মনে করছেন যে, এক্ষত্রে ভুল সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন আকাশ চোপড়া, অঞ্জুমের মতো প্রাক্তন ক্রিকেটাররাও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।