মিনি নিলামের আগে মোট ৬ ক্রিকেটার ছেড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কা মালিকানাধীন অবশ্য ১৫ ক্রিকেটারকে রেখে দিয়েছে দলে। তাদের পার্সে বর্তমানে রয়েছে ২৩ কোটি ৩৫ লক্ষ টাকা। এই টাকায় ১০ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। একনজরে দেখে নিন লখনউ কাকে ছেড়ে𝓀 দিল এবং কাদের ধরে রাখল:
লখনউ সুপার জায়ান্টস যে খেলোয়াড়দের ধরে রেখেছে: কেএল রাহুল (ব্যাটার, অধিনায়ক) - ১৭ কোটি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, ব্যাটার) - ৬.৭৫ কোটি, রবি বিষ্ণোই (স্পিন বোলার) - ৪ কোটি, আবেশ খান (পেস বোলার) ১০ কোটি, ক্রুনাল পাণ্ডিয়া (অলরাউন্ডার) - ৮.২৫ কোটি, দীপক হুডা (অলরাউন্ডার) ৫.৭৫ কোটি, মার্কাস স্টোইনিস (অলরাউন্ডার) – ৯.২৫ কোটি। এছাড়া মার্ক উড, ময়ঙ্ক যাদব, কৃষ্ণাপ্পা গৌতম, কাইল মায়ার্স, মহসিন খান, মানন বোহরা, আয়ুষ বাদোনি, করণ শর্মাকেও ধরে🀅 রেখেছে দল।
লখনউ সুপার জায়ান্টস যে খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে: জেসন হোল্ডার (অলরাউন্ডার) - ৮.৭৫ কোটি, মণীশ পাণ্ডে (ব্যাটার) - ৪.৬ কোটি, এভিন লুইস (ব্যাটার) - ২ কোটি, দুষ্মন্ত চমিরা (পেস বোলার) - ২ কোটি, শাবাজ নদিম (স্পিনার) - ৫০ ﷽লাখ, অঙ্কিত রাজপুত (পেস বোলার) - ৫০ লাখ। অ্যান্ড্রু টাইকেও ছেড়ে দিয়েছে লখনউ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।