রোহিত শর্মা, ইশান কিষাণ, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড- চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন রশিদ খান। মুম্๊বই ইন্ডিয়ান্সের টপ অর্ডারকে গুঁড়িয়ে দ🌄েন। সেই সঙ্গে তিনি স্পর্শ করে ফেলেন নয়া মাইলস্টোন। তবু সূর্যকুমার যাদবকে আটকাতে পারলেন না রশিদরা। তাঁর ঝড়েই আরব সাগরে গিয়ে ডুবল গুজরাট টাইটান্স বোলারদের যাবতীয় জারিজুরি।
শুক্রবার টাইটান্সের ২৪ বছর বয়সী স্পিনার রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তৃতীয় উইকেট নেওয়ার পরেই অর্থাৎ নেহাল ওয়াধেরাকে বোল্ড করার পরেই রশিদ ৫৫০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। রশিদ এখন টি-টোয়ে👍ন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৫৫১। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৬১৫টি উইকেট। এর পরেই জায়গা ♒করে নিয়েছেন রশিদ।
আরও পড়ুন: এক দশকের প্রতীক্ষার অবসান, ꩲ১৩৪ ম্যাচ পরে IPL-এ প্রথম শতরান, সূর্য ভাঙলেন সচিনের 🔜নজির
রশিদ এদিন ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ও🐽য়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে গুজর♒াটের বোলারদের মধ্যে রশিদের পরিংখ্যানই সবচেয়ে ভালো।
এ দিন আরও এ বার ঝড় তো♍লেন সূর্য। আর স্কাইয়ের দাপটেই গুজরাট টাইটান্সের সামনে জয়ের 📖জন্য ২১৯ রানের লক্ষ্য রাখে মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে। ১২ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরে দখল নিলেন বেগুনি টুপির।
এ দিন সূর্যকুমার যাদব আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকানোর স্বাদ পেলেন। সূর্যর শতরানটি এলো মুম্বই ইনিংসের শেষ বলে ছয় মেরে। এই ওভারের শুর🧔ুতে তাঁর ꧋রান ছিল ৪৪ বলে ৮৭। আলজারি জোসেফের চতুর্থ এবং ষষ্ঠ বলে ছক্কা হাঁকান সূর্য। সেঞ্চুরি করেন ৪৯ বলে। ১১টি চার এবং ৬টি ছয় মেরে ৪৯ বলে ১০৩ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন সূর্যকুমার যাদব।
মুম্বই ইন্ডিয়ান্স পাওয়ার♑প্লে-তে বিনা উইকেটে তুলেছিল ৬১ রান। সপ্তম ওভারের প্রথম বলে রোহিত শর্মাকে ফেরান রশিদ। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করেন ১৮ বলে ২৯ রান। এই নিয়ে আইপিএলে চার বার রশিদের শিকার হলেন রোহিত। এর পর ২০ বলে ৩১ রান করে রশিদ খানেরই শিকার হন ইশান কিষাণ। সপ্তম ওভারের পঞ্চম বলে মুম্বইয়ের দ্বিতীয় উইকেট তুলে নেন রশিদ। নবম ওভারের শেষ বলে রশিদের তৃতীয় শিকার নেহাল ওয়াধেরা (৭ বলে ১৫)। ৮৮ র🍸ানে তৃতীয় উইকেট হারায় রোহিতের দল।
সেখান থেকে বিষ্ণু বিনোদ এবং সূর্যকুমার যাদব দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৬তম ওভারের শেষ বলে বিষ্ণু বিনোদ আউট হন মোহিত শর্মার বলে। তিনি করেন ২০ বলে ৩০, ১৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ১৭তম ওভারের শেষ বলে টিম ডেভিডকে প্যাভিলিয়নের রাস্তা দেখান রশিদ। ৩ বলে ৫ রানে তিনি রশꦑিদে🐻র হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৬৭ রান তুলল। এর কৃতিত্ব সূর্যরই। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। বাকি ১৭ বলে ১০৩ পৌঁছে যান রশিদ। রশিদ খানের চার উইকেটের পাশাপাশি একটি উইকেট পান মোহিত শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।