ক্রিকেট মাঠে অনেক বড় বড় রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করেছেন। সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর ১৬ এপ্রিল আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২৩ ব🌳ছর বয়সি অর্জুন ম্যাচে ২ ওভার বোলিং করেন এবং ১৭ রান খরচ করেছিলেন। ১৮ এপ্রিল, তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর প্রথম আইপিএল উইকেটও নিয়েছিলেন। যে দুটি ম্যাচে অর্জুন খেলেছে, তাতে মুম্বই জিতেছে। এ দিকে, সচিন তেন্ডুলকরকে নিয়ে বড়সড় তথ্য প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অভিজ্ঞ ইয়ান বিশপ। ভারতের প্রাক্তন আক্রমণাত্মক ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগও অর্জুনকে তাঁর দুর্দান্ত পারফরম্যান্ꦇসের জন্য অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন… SRH-কে হারাতেই KKR ও RCB কে൩ཧ পিছনে ফেলল MI, কমলা ও বেগুনি টুপির দৌড়ের কী অবস্থা
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর-এর বিরুদ্ধে অর্জুন তেন্ডুলকরের আইপিএল অভিষেক হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলা🌺কালীন স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময়ে ইয়ান বিশপ বলেন, ‘ফ্লোর ম্যানেজার সচিনের সঙ্গে কথা বলেছেন। তাঁর নাম নেব না। সচিন তাঁকে বলেছিলে🌠ন যে তিনি খুব খুশি যে অর্জুন এখন আইপিএল খেলছেন। সচিনের চোখে জল ছিল এবং বললেন আপনি জানেন আমি যখন প্রথমবার আইপিএলে বোলিং করেছিলাম, আমার প্রথম ওভারে আমি পাঁচ রান দিয়েছিলাম। এখন অর্জুনের প্রথম ওভারেও ৫ রান দিল। সচিনের মনে এই একটা কথাই ঘুরছিল।’
ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী, যিনি ধারাভাষ্যের দায়িত্বেও ছিলেন, তিনিও তেন্ডুলকর সম্পর🔯্কে একট☂ি উল্লেখযোগ্য বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘তবুও সে টেনশনে থাকবে। অর্জুন যতবার বল করবে, বিশ (বিশপ) সেই কথা উল্লেখ করেছেন যেটি তাঁর সারা জীবন মনে থাকবে। তিনি নিজের কয়েকটি ইনিংস ভুলে গেলেও এই একটি ওভার সে কখনও ভুলবে না। সে যেই ওভারটা বোলিং করেছে। সে প্রতি ওভারে মনে রাখবে।’
আরও পড়ুন… আইপি🅠এল-এ নিজের প্রথম উই💎কেট শিকার করে কী বললেন অর্জুন তেন্ডুলকর?
সোশ্যাল মিডিয়ায় বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, অর্জুনকে ভালো করতে দেখে খুব খুশি। সচিন পাজি একজন গর্বিত পিতা। অর্জুনের কঠোর পরিশ্রম প্রতিফলিত হচ্ছে এবং আমি আশীর্বাদ করি এꦯবং আশা করি এটি আসন্ন দুর্দান্ত জিনিসগুলির শুরু। শুভেচ্ছা অর্জুন। জানা যায় যে অর্জুন গত বছর প্রথম শ্রেণিতে অভিষেক করেছিলেন এবং প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে তিনি বাবা সচিন তেন্ডুলকরের রেকর্ডও সমান করেছিলেন। অর্জুন এখনও পর্যন꧅্ত ১১ টি-টোয়েন্টিতে ১৩ উইকেট নিয়েছেন তিনি। ১০ রানে ৪ উইকেট সেরা পারফরম্যান্স।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৯২ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে হায়দরাবাদের দল মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায়। হায়দরাবাদের ইনিংসের শেষ ওভারটি বোলিং করেন অর্জুন। তখন হায়দরাবাদকে জিততে ♕২০ রান করতে হত এবং ২ 🐎উইকেট বাকি ছিল। বাঁহাতি ফাস্ট বোলার অর্জুন তেন্ডুলকারের প্রথম বলে কোনও রান করতে পারেননি আবদুল সামাদ। দ্বিতীয় বলেই আউট হন তিনি। পরের বলে ওয়াইড বোল্ড করেন অর্জুন। তৃতীয় বলে রান করে ২ রান নেন মায়াঙ্ক মার্কন্ডে। চতুর্থ বলে আবার সিঙ্গেল নেন মায়াঙ্ক। ওভারের পঞ্চম বলে ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ক্যাচকে আউট করেন অর্জুন এবং মুম্বই আইপিএল ২০২৩-এ তাদের টানা তৃতীয় জয় নথীভুক্ত করে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App 𒅌বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।