আইপিএলের ১৫ বছরের ইতিহাসে একবারও ট্রফি জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। আইপিএল অধরা রয়ে গিয়েছে বিরাট কোহলিরও। তা নিয়ে এবার আরসিবি অন্দরেই তুমুল ট্রোলের মুখে পড়লেন তারকা ক্রিকেটার। তাঁকে আরসিবির সঞ্চালক বলেন, বিরাটের পথে হেঁটেই উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) এগোতে চেয়ে𓆏ছিলেন স্মৃতি মন্ধানা। সেইমতো WPL-এ মাত্র দুটি ম্যাচে জিতেছেন। অর্থাৎ স্মৃতি ঠিক পথেই এ🐲গোচ্ছেন বলে খোঁচা দেন আরসিবির সঞ্চালক। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুরো বিষয়টিতে মজেছেন নেটিজেনরা।
মঙ্গলবার আরসিবির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিরাটের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেই ভিডিয়োর একটি অংশে সঞ্চালক 'মিস্টার ন্যাগস' তথা কমেডিয়ান দানিশ শেঠ বলেন, ‘সম্প্র🦋তি আমি স্মৃতি মন্ধানার একটি সাক্ষাৎকার দেখলাম। ও বলেছে, বিরাট যেমন ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক কিছু অর্জন করেছে, আমি সেরকমও করতে চাই। আ☂মরা (আরসিবি) দুটি ম্যাচে জিতেছি। আমার মতে, ও (স্মৃতি) ঠিক পথেই এগিয়ে যাচ্ছে।’
‘মিস্টার ন্যাগস’-র কথার প্রথম অং শ শেষ হওয়ার পরই মুখে হাত দিয়ে হাসতে থাকেন বিরাট। আর 'মিস্টার ন্যাগস'-𝕴র পুরো কথা শেষ হওয়ার পর বিরাট যা বলেন, তা শোনা যায়নি। ওটা অংশটা পুরো ‘বিপ’ করে দেওয়া হয়। হেসে-হেসেই বিরাট পুরো কথা বলতে থাকেন। শেষের দিকে তো ‘মিস্টার ন্যাগস’-র কোনও কথা শুনে হা-হা করে হেসে ফেলেন বিরাট। যিনি ২০০৮ সাল থেকে আরসিবিতেই খেলে আসছেন✅।
আরও পড়ুন: IP🐻L꧅ 2023: মনে হচ্ছে শিরোপা জিতেছে- MI-কে হারিয়ে RCB-র নাচ, গান উল্লাস দেখে কটাক্ষের জোয়ার
পু🐻রো ভিডিয়োর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই অংশে সবথেকে বেশি মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'উনিই সেই একমাত্র লোক, যিনি কিনা মুখের উপর বিরাটকে ট্রোল করতে পারেন। তাতে কোহলি চটেও যান না।' অপর একজন বলেন, 'কোহলি ওঁকে দু'বার গালিগালাজ করলেন।' একইসুরে এক নেটিজেন বলেন, ‘মিস্টার ন্যাগস ছাড়া বিরাট কোহলিকে ট্রোল করার সাহস নেই কারও।’
আরও পড়ুন: IPL💞 প্লে-অফের হিসেবে CSK, MI-এর থেকে RCB পিছিয়ে নেই- নিন্দুকদের মুণ্ড🌌ুপাত কোহলির
উল্লেখ্য, উদ্বোধনী WPL-এ আরসিবির যাত্রাটা একেবারে ভালো হয়নি। ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে শেষ করেছে। আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে আরসিবি। যে দ🎶লে স্মৃতি, সোফি ডিভাইন, এলিস পেরি, রিচা ঘোষের মতো তারকারা ছিলে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরপর হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আরসিবি।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।