রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হারের ফলে ২০২২ আইপিএল-এ নিজেদের যাত্রা শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর পাশাপাশি আইপিএল জয়ের আশাও শেষ হয়ে গেল RCB-র। এই দল চলতি মরশুমে ভালো পারফর্ম করলেও, ফাইনালে উঠতে না পারার যন্ত্রণা পেয়েছে। দলের এদিনের হার নিয়ে বড় বিবৃতি দিয়েছেন ফ্যাফ ডু’প্ꦇলেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বলেন, ‘আমরা যখন ফিল্ডিংয়ে যাই, তখন মনে হয় কিছু রান কম ছিল। তিন থেকে চার ওভারে মুভমেন্ট এবং দেখে মনে হচ্ছিল ১৮০ ভালো স্কোর হতো।’
এরপরে সমর্থক ও দর্শকদের উদ্দেশ্যে ফ্যাফ বলেন, ‘RCB-র জন্য এই মরশুমটা দারুণ ছিল। আমরা যেখানেই যাই ভক্তরা তাই বিশেষ। যারা বাইরে এসে আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’ দলের পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে ফ্যাফ বলেন, ‘আমরা কিছু অবিশ্বাস্য পারফরম্ℱযান্স করেছি। হার্ষাল অসাধারণ করেছেন। দীনেশ কার্তিক এবং তাকে ভারতীয় দলের জন্য নির্বাচিত হয়েছে, এটা ভালো লাগছে। তবে ম্যাচের ফলের জন্য স্পষ্টতই আজকের রাতটি একটি হতাশাজনক ছিল।’
ডু’প্লেসি আরও বলেন, ‘আমা🐼দের দলে ভালো তরুণ প্রতিভা রয়েছে এবং স্পষ্টতই তাদের তিন বছরের পরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছে। তাদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনি তাদের শুরুতে কাঁচা অবস্থায় পান কিন্তু তারা সুপারস্টারে পরিণত হতে পারে। আইপিএলের পরে আপনি সর্বদা তিনটি ভারতীয় দল বেছে নিতে পারেন, যেখানে তরুণ প্রতিভা থাকবেই। আমি যখন ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করি তখন এটি꧙ ছিল সবচেয়ে স্পষ্ট বিষয়। ফ্র্যাঞ্চাইজি যে সমর্থন পেয়েছে তা দেখে আপনি অবাক হতে পারেন। তাই সকল সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ।’
উল্লেখ্য যে, এদিন প্রথমে ব্যাট করতে নেমে RCB দল নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে তোলে ১৫৭ রান। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন রজত পতিদার। অন্য ব্যাটসম্যানরা এদন ফ্লপ করেছিলেন। জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন 📖করে রাজস্🅰থান। মরশুমের চতুর্থ সেঞ্চুরি করেন জোস বাটলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।