শুধু গৌতম গম্ভীরের সঙ্গেই নয়, সাম্প্রতিক অতীতে একাধিক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন বিরাট কোহলি। ২০১৩ থেকে ২০২৩, আইপ♈িএলের মঞ্চে গম্ভীরের সঙ্গে কোহলির মনোমালিন্যের দশ বছর পূর্ণ হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোহলির কাদা ছোঁড়াছুঁড়ির ঘটনা সবার জানা। সেই রেশ জারি রয়েছে চলতি আইপিএলেও।
মাঝে অনিল কুম্বলেকে নিয়েও সমস্যা ছিল বিরাটের। তাঁর জন্যই কুম্বলেকে জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়। তফাৎ হল এই যে, গম্ভীর সরাসরি পালটা দিয়েছেন কোহলিকে। সৌরভ হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন🍒 সম্পর্কের তিক্ততাটা। কুম্বলে নীলকণ্ঠের মতো গরল পান করে নিয়েছেন নিজে। চুপচাপ মাথা নুইয়েছেন কোহলির ঔদ্ধত্যের সামনে।
তিন প্রাক্তন তারকার কথা না হয় বাদ দ🅠েওয়া গেল, বিরাট লখনউয়ে ঝামেলায় জড়ান অমিত মিশ্রর মতো সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও। সুতরাং, মাঠে ও মাঠের বাইরে কোহলির আচরণ নিয়𒈔ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে।
ম𒅌াঠের লড়াইয়ে কোহলি বরাবরই আগ্রাসী। প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার প্রবণতা তাঁর একেবারে শুরু থেকেই। তবে মাঝে মধ্যেই সেই আগ্রাসনটা মাত্রা ছাড🐷়ায়। আগ্রাসন আর ঔদ্ধত্যের মধ্যে যে সীমারেখাটা থাকে, সেটাকে প্রায়শই টপকে যেতে দেখা যায় কোহলিকে। তাই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতেও বিরাটের জুড়ি নেই।
সব দেখে শুনে ন𒉰েটিজেনদের দাবি, বিরাট কোহলি যদ🌠ি সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও কখনও ঝামেলায় জড়ান, অবাক হবেন না তাঁরা।
উল্লেখ্য, একানা স্টেডিয়ামে🍸 আরসিবির ১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে লখনউ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় কোহলির শরীরিভাষা ছিল অত্যন্ত আগ্রাসী। প্রতিটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে কোহলির সেলিব্রেশনে আগ্রসন আরও মাত্রা ছাড়াতে থাকে। অমিত মিশ্র, নবীন উল হকরা ব্যাট করার সময় কোহলিকে তাঁদের উদ্দেশ্যে বাক্যবাণ ছু꧟ঁড়ে দিতে দেখা যায়।
ম্যাচের শেষে দু'দলের ক্রিকেটারদꦰের সৌজন্য বিনিময়ের সময় বিরাট ও নবীন উল হকের মধ্যে একপ্রস্থ ঝামেলা হয়। সেই রেশ গড়ায় বহুদূর। একে একে মায়ের্স ও গম্ভীরের সঙ্গে তর্কে জড়ান বিরাট। গম্ভীরের সঙ্গে অতীতেও একাধিকবার কথাকাটাকাটিতে জড🐎়িয়েছেন কোহলি। এদিন সেই আগুনে ঘি পড়ে। একে অপরের দিকে রীতিমতো তেড়ে যান দুই তারকা। বাকিরা দু'জনকে ঠেলে সরিয়ে নিয়ে না গেলে ঝামেলা আরও বাড়ত সন্দেহ নেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।