বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো আর বাঙালির প্রাণের খেলা ফুটবল। আর এই দুই আবেগ মিলিয়ে দিয়ে চলতি বছর পুজোর মরসুমে শহরে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল দি মারিয়া, এমনটাই শোনা গিয়েছে। দু-সপ্তাহ আগেই এই সুখবর পেয়েছে বাঙালি। আর্জেন্টিনার তারকা গোলকিপার এমি মার্টিনেজের কলকাতা সফরের র🅷েশ কাটতে না কাটতেই আরও এক ফুটবল তারকা তিলোত্তমায় পা দেবেন, এই খবর সামনে আসতেই শুরু হয়েছিল হইচই কাণ্ড। এর মাঝেই নতুন শোরগোল।
সোশ্যাল মিডিয়ায় নতুন রটনা দুর্গাপুজোয় শহরে পা রাখবেন G.O.A.T লিওনেল মে𓄧সি! ২২ তারিখ সন্ধ্যাবেলায় ‘দ্য নৈহাটি বাজ’ পেজের তরফে ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি পোস্ট। সেখানে দেখা যায় মেসির ছবির উপর লেখা-‘মেসি ভক্তদের জন্য সুখবর, শ্রীভূমির শার🔯দোৎসবে ২০ অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন আসছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।’ যা দেখে চোখ ছানাবড়া মেসি ভক্তদের। কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি এমন জল্পনা বেশকিছুদিন ধরেই চলছে, কিন্তু তা বলে দিনক্ষণ ঠিক হয়ে গেল?
শ্🎀রীভূমির পূজোয় মেসি দর্শন! এই গুজব আগুন গতিতে ছড়িয়ে পড়ে। দুর্গাপুজোর সময় মেসির কলকাতায় আসা যে একপ্রকার অসম্ভব তা অজানা নয় মেসি ভক্তদের জন্য। কারণ ২১শে অক্টোবর (ভারতীয় সময়ানুসারে ২২ তারিখ) ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে শার্লোট এফসি-র সঙ্গে। এই খবর যে এক্কেবারে ভালো তা নিশ্চিত করেছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দিব্যেন্দু কিশোর গোস্বামী। এই সময়কে তিনি জানান, ‘ওসব কিছু হচ্ছে না, ওটা ফেক নিউজ।’
ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর মূল পোস্টের কমেন্ট গিয়ে স্পষ্ট করেন- ‘ভুয়ো খবর রটাবেন না’। কলকাতার স্𓆏পোর্টস দুনিয়ার পরিচিত নাম শতদ্রু দত্ত, তাঁর ডাকেই এমি মার্টিনেজে তিলোত্তমায় পা রেখেছিলেন, শোনা যাচ্ছে ডি মারিয়ার শহরে আসার পিছনেও মূল ভূমিকা তাঁর। মেসির সতীর্থ ডি মারিয়া কবে আসবেন সেই ব্যাপারে কিছু নিশ্চিত না হলেও আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে কলকাতায় আসতে পারেন এই বিশ্ব কাপার।
প্রসঙ্গত, ২০১১ সালে আর্জেন্তিনা ফুটবল দল কলকাতায় এসেছিল। যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতিম্যাচ খেলেছিলেন মেসি-দি মারিয়ারা। ইউরোপ ছেড়ে এখন আমেরিকার মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। মায়াম♓ি মজে মেসি ম্যাজিকে। এতদিন লিগ তালিকায় তলানিতে থাকা দল মেসির ছোঁয়া পেতেই তরতাজা। ইন্টার মায়ামি সদ্যই লিগস কাপ জিতেছে। কেরিয়ারের ৪৪তম ট্রফি জিতছেন মেসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।