রঞ্জি ট্রফির ৮৮ বছরের ইতিহাসে আগে যা কখনও ঘটেনি, তেমনই নজির গড়লেন জয়দেব উনাদকাট। রাজকোটে দিল্লি বনাম সৌরাষ্ট্র রঞ্জি ম্যাচের প্রথম দিꦦনে ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকলেন দুর্দান্ত সবꦉ মুহূর্তের।
প্রথম ওভারেই হ্য়াটট্রিক উনাদকাটের: ম্য়াচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে রঞ্জি ট্রফির ইতিহাসে বিরল নজির গড়েন জয়দেব উনাদকাট। প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাট বোল্ড করেন ধ্রুব শোরেকে। চতুর্থ বলে বৈভব রাওয়াল ধরা পড়েন হার্ভিক দেশাইয়ের দস্তানায়। প🐭ঞ্চম বলে যশ ধুলকে এলবিডব্লিউর ফাঁদে জড়িয়ে ব্যক্তিগܫত হ্যাটট্রিক পূর্ণ করেন উনাদকাট। রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ওভারেই হ্যাটট্রিক করার কৃতিত্ব আর কোনও বোলারের নেই। উল্লেখযোগ্য বিষয় হল, উনাদকাট মাত্র ৫ বলের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করন।
১০ রানে ৭ উইকেট হারায় দিল্লি: ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। তারা খাতা খোলার আগেই ৩টি উইকেট হারিয়ে বসে। ধ্রুব শোরে ৩ বলে ০ রান করে আউট হন। বৈভব রাওয়াল ও যশ ধুল উভয়েই গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। আয়ুষ বাদোনি ৩ বলে ০ রান করেন। অর্থাৎ প্রথম চারজন ব্যাটসম্যান খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা জন্টি সিধু ৪ রান করে মাঠ ছাড়েন। ♈ললিত যাদব শূন্য ও লক্ষয় ১ রান করে আউট হন। দিল্লি একসময় ১০ রানে ৭ উইকেট হারিয়ে বসে।
১২ বলে ৫ উইকেট উনাদকাটের: প্রথম ওভারে তিনটি উইকেট নেওয়া ছাড়াও জয়দেব উনাদকাট নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে তুলে নেন আরও ২টি উইকেট। ২.৪ ওভারে জন্টি সিধুক𝕴ে হার্ভিকের দস্তানায় ধরা দিতে বাধ্য করেಌন উনাদকাট। ২.৬ ওভারে ললিত যাদব এলবিডব্লিউ হন জয়দেবের বলে। উনাদকাট মাত্র ২ ওভার বল করে ৫ রানের বিনিময়ে ৫টি উইকেট পকেটে পোরেন। অর্থাৎ মাত্র ১২ বলের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন উনাদকাট।
৯ নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি হৃত্বিকের: নয় নম্বরে ব্যাট করতে নেমে হৃত্বিক শোকিন দিল্লির হয়ে সব থেকে বেশি ৬৮ রান করে অপরাজিত থা꧅কেন। ৯০ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্꧋কা মারেন। হৃত্বিকের প্রতিরোধের জন্যই দিল্লি প্রথম ইনিংসে একশো রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়।
আরও পড়ুন:- Ranji Trophy: খাতা খুলতে পা🍬রলেন না কোহলি-সহ ৬ জন ব্যাটসম্যান, একা লড়🧜লেন শ্রীবৎস
দিল্লির ৬ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট: দিল্লির প্রথম ইনিংসে ধ্রুব শ✃োরে, আয়ুষ বাদোনি, বৈভব রাওয়াল, যশ ধুল, ললিত যাদব ও😼 কুলদীপ যাদব শূন্য রানে আউট হন।
দিল্লি ১৩৩ রানে অল-আউট: একসময় ১০ রানে ৭ উইকেট ꦦহারিয়ে বসা দিল্লি প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রান তুলে অল-আউট হয়ে যায়। হৃত্বিকের হাফ-সেঞ্চুরি ছাড়া শিবাঙ্ক বশিষ্ট ৩৮ ও প্রানশু বিজয়রণ ১৫ রান করেন।
উনাদকাটের ৮ উইকেট: প্রথম ইনিংসে ১২ ওভার বল করে ১টি মেডেন-সহ ৩৯ রানের বিনিময়ে ৮টি উইকেট তুলে নেন জ🦂য়দেব উনাদকাট। ফার্স্ট ক্লাস কেরিয়ারে এটিই সেরা বোলিং জয়দেবের। এছাড়া ১টি করে উইকেট নেন চিরাগ জানি ও প্রেরক মানকড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।