বয়স ৯৪। স্বাভাবিকভাবেই সেই ছাপ পড়েছে শরীরে। কুঁচকে গিয়েছে গায়ের চামড়া। তবে তেজ এখনও কমেনি। সেন্টার ফায়ার পিস্তল প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন শুটার কেওয়াল কৃষ্ণ শর্মা। তিনি এবং তাঁর পরিবারের প্রায় সকলেই এই পিস্তল ফায়ার শুটিংয়ের সঙ্গে যুক্ত। তিনি নিজে জাতীয় পর্যায়ের এবং তার💦 ছোট ছেলে রাজীব শর্মা ভারতীয় জুনিয়র পিস্তল শুটিং দলের কোচ। এছাড়াও ডক্টর রাজপাল সিং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি বিখ্যাত শুটার বাকপথের বোনদের কোচও ছিলেন । তাঁরও বয়স ৭৫।
অসীম অবশ্য এর আগে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক শুটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে🐈ন। ১৯৮২ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। এমনকাী বড় পর্দাতেও দেখা গিয়েছে এই শুটারকে। তিনি 'সান্দ কী আঁখ' ছবিতেও অভিনয় করেছেন।
অন্যদিকে বিখ্যাত❀ শুটার রাজপাল রানা ৯৪ বছর বয়সি কেওয়াল কৃষ্ণ শর্মাকে তার স্বর্ণপদক জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্ট করে সেখানে লেখেন, 'দিল্লি স্টেট রাইফেল অ্যাসোসিয়েশনের সদস্য ৯৪ বছর বয𒈔়সি কেকে শর্মা সেন্টার ফায়ার পিস্তল ৬০ শট ম্যাচে অংশগ্রহণ করেছেন।'
এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে রাজা রামমোহন রায় হলে দিল্লির স্টেট রাইফেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে বিজয়ীদের। দিল্লি পুলিশের ডিসিপি ম্যাঙ্কায় বানসাল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকেরﷺ উপদেষ্টা মনমোহন কৌর সকলকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। বানসাল নিজে শর্ট ফায়ারের বিভিন্ন প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক জিতেছেন।
অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। আর রাইফেল পিস্তল এবং শর্ট গান ইভেন্টে মোট হাজারেরও বেশি শুটার অংশগ্রহণ করেন। ডিএসআরএস সচিব অনুপম কমল জানিয়েছেন, 'অনেক যুবকের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশ🦋 নেওয়ার একটা ইচ্ছা দেখা গিয়েছে। শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এখন মাস্টার, সুপার মাস্টার, ও সুপার সিনিয়র বিভাগে অংশগ্রহণ করতে পারবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।