বিরাট কোহলির টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি কোহলি এবং সৌরভের মধ্যে যে ইগোর লড়াই চলছে, সেটা কার্যত প্রকাশ্যে। সম্ভবত এই ইগোর লড়াইয়ের চাপটা নিতে না পেরেই, দꦇক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কোহলি। আর শনিবার মধ্য রাতে কোহলির এই সিদ্ধান্ত নিয়ে টুইট করলেন বিসিসিআই প্রেসিডেন্ট।
সৌরভ তাঁর টুইটে লিখেছেন, ‘বিরাটের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট সব ফরম্যাটেই দ্রুত উন্নতি করেছে ..তবে তাঁর সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত এবং বিসিসিআই তাঁর এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান করে ..ভবিষ্যতে এই দলটিকে নতুন উচ্চ🌃তায় নিয়ে যাওয়ার জন্য তিনি নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন। একজন দুর্দান্ত প্লেয়ার। ওয়েল ডান।’
আপাত দৃষ্টিতে এই টুইটটি নেহাৎ-ই বিসিসিআই প্রেসিডেন্টের করা অত্যন্ত সহজ-সরল একটি টুইট। যেখানে কোহলির সাফল্যের জন্ౠয তাঁকে বাহবা দিয়েছেন সৌরভ। তবে এই টুইটের মাধ্যমে সৌরভ কিন্তু বুঝিয়ে দিতে চেয়েছেন, কোহলি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাঁর একেবারে ব্যক্তিগত। এ ক্ষেত্রে বিসিসিআই বা তাঁর নিজের যে কোনও ভূমিকা নেই, সেটাই সম্ভবত পরিষ্কার করে দিতে চেয়েছেন সৌরভ।
এখন অবশ্য ভারতীয় ক্রিকেটে একটাই প্রশ্ন, কোহলির পরবর্তী টেস্ট দলের অধিনায়ক কে হবেন? এই তালিকায় উঠে আসছে অন🍷েক নামই। রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্তদের নাম ভেসে আসছে। এখন দেখার, কার হাতে টেস্টে দলের দায়িত্ব তুলে দেয় বিসিসিআই! তবে অনেকেই রোহিত শর্মাকে এগিয়ে রাখছেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি এবং ওডিআই দলের অধিনায়কও রোহিতই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।