শুভব্রত মুখার্জি
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী তরুণ প্রতিভাবান ভারতীয় শাটলার লক্ষ্য সেন চলতি জার♈্মান ওপেনের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন। তবে লক্ষ্য সেমিফাইনালে পৌঁছলেও, স্ট্রেট গেমে হেরে জার্মান ওপেন সুপার ৩০০ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরেক তারকা ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত।
জানুয়ারি মাসেই ইন্ডিয়ান ওপেনে নিজের কেরিয়ারের প্রথম সুপার ৫০০ প্রতিযোগিতা জিতেছেন লক্ষ্য। জার্মান ওপেনে বিশ𒅌্ব ক্রমতালিকায় প্রাক্তন ১০ নম্বর শাটলার এইচ এস প্রণয়কে স্ট্রেট গেমে হারালেন তিনি। ম্যাচের ফল লক্ষ্যর পক্ষে ২১-১৫, ২১-১৬। এদিন ৩৯ মিনিট ধরে কোয়ার্টার ফাইনালের লড়াই চলে দুই ভারতীয়ের মধ্যে। কাকাতলীয়ভাবে বর্তমানে বিশ্বের ১৪ নম্বর শাটলার লক্ষ্য সেন ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেও প্রণয়কেই হারিয়েছিলেন।
শনিবার (১২ মার্চ) সেমিফাইনালের লড়াইতে লক্ষ্য মুখোমুখি হবেন শীর্ষ বাছাই ভিক্টর অ্যাক্সেলসেনের। এদিন কোয়ার্টার ফাইনালে অ্যাক্সেলসেন, শ্রীকান্তকে কার্যত একপেশে ম্যাচে হারান। প্রথম গেমটি অনায়াসে জেতেন ২১-১০ ফলে। দ্বিতীয় গেমে শ্রীকান্ত লড়াই করলেও ২৩-২১ ফলে হেরে যান। ৩৫ মিনিটেই শ্রীকান্তকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান🧸 অলিম্পিক্সে সোনাজয়ী ড্যানিশ শাটলার অ্যাক্সেলসেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।