এশিয়া কাপের আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে জল্পনা চলছে। ভারতের প্রাক্তন তারকার ফর্ম নিয়ে তর্ক-বিতর্ক শীর্ষে জায়গা করে নিয়েছে। এদিকে বিরাট কোহলির সমর্থনে একটি টুইট করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক 💯মহম্মদ আজহারউদ্দিন। সরাসরি কোহলির নাম না লিখলেও, বিরাটকে নিয়েই যে তিনি এই লেখা লিখেছেন তা বুঝতে অসুবিধা নেই দর্শকদের। সকলেই মহম্মদ আজহারউদ্দিনের কথা বুঝতে পেরেছেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন লিখেছেন,‘আউট অফ ফর্ম’এমন একটি বাক্য যা একজন খেলোয়াড়ের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে। তাদের এগিয়ে যেতে দিন এবং কোনও অনুমান ছাড়াই ⛦খেলতে দিন।’ এই লেখায় আজহার কোথাও কোহলির নাম না নিলেও ভক্তরা বুঝতে পেরꦍেছেন আজহারউদ্দিন এই লেখা কাকে নিয়ে লিখেছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: পাকিস্তানের তরুণ সমর্থকের আ🌃বদার মিটিয়ে মন জিতলেন বিরাট কোহলি
উল্লেখ্য,বেশ কিছুদিন ধরেই বিরাট কোহলির ফর্ম সে ভাবে দেখা যাচ্ছে না। বলা যায় এমন অবস্থায় আসন্ন এশিয়া কাপে ও বিশেষ করে ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোহলির উপর সেই চাপটা থাকবে। যদিও নিজের ফর্ম নিয়ে বিবৃতি দিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেছিলেন যে আ🍸মি নিশ্চিত যে খারাপ সময়টা পেরিয়ে গেলে আমি রান করতে পারব।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এ সময় এক প꧒্রান্তে দাঁড়িয়ে দলের হয়ে রান করছিলেন তিনি। তবে টিম ইন্ডিয়া মাত্র ১৫১ রান করেছিল। এমন পরিস্থিতিতে বলা যায় এশিয়া কাপে ভারতীয় দলের চেষ্টা হবে বড় স্কোর গড়ার। আগামী ২৮ অগস্ট দুবাইয়ে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ হতে চলেছে। সকলের চোখ এই ম্যাচের দিকেই থাকবে।
আরও পড়ুন… চোটের জন꧅্য ছিটকে গেছেন, তবু কেন দলের সঙ্গে রয়েছেন আফ্রিদি!
দেখে নিন ভারতীয় দল-
রোহিত শর্মা,কেএল রাহুল,বিরাট কোহলি,সূর্যকুমার য🐭াদব,ঋষভ পন্ত,দীপ𓆏ক হুডা,দীনেশ কার্তিক,হার্দিক পান্ডিয়া,রবীন্দ্র জাদেজা,আর অশ্বিন,যুজবেন্দ্র চাহাল,রবি বিষ্ণোই,ভুবনেশ্বর কুমার,অর্শদীপ সিং,আবেশ খান।
স্ট্যান্💝ড꧂বাই - শ্রেয়স আইয়ার,অক্ষর প্যাটেল এবং দীপক চাহার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।