২০২১ সালে বাবর আজম মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০৫ রান করেছেন। জোড়া সেঞ্চুরি করেছেন পাক অধিনায়ক। তার রানের গড় ৬৭.৫০। এই পারফরম্যান্সের সুবাদেই বাবর আইসিসি-র বিচারে ২০২১ সালের বর্ষ꧙সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন। বাবর দেশের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচে ২৪৬১ রান করেছেন। তাঁর গড় ৪৩.১৭। ওয়ানডে ফর্ম্যাটে ৮৩টি ম্যাচ খেলে ৩৯৮৫ রান করেছেন ৫৬.৯২-এর গড়ে। করেছেন ১৪টি শতরান। আন্তর্জাতিক টি-২০ꦛ ফর্ম্যাটে ৪৫.১৭ গড়ে তার ব্যাট থেকে ৭৩ ম্যাচে এসেছে ২৬২০ রান। বাবরের একটি আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি রয়েছে। যা এখনও করতে পারেননি বিরাট কোহলি।
বর্তমানে ক্রিকেট বিশ্বের 'বিগ-থ্রি' বিরাট কোহলি, জো রুট ও স্টিভ স্মিথকে কি পিছনে ফেলেছেন বাবর আজম? এখন এই প্রশ্নটাই ঘুরছে সর্বত্র। শেষ কয়েকটা বছর বাইশ গজে দারুণ পারফর্ম করেছে💧ন বাবর। পাকিস্তানের অধিনায়ক ব্যাট হাতে রীতিমতো বাইশ গজে শাসন করছেন। বিশেষজ্ঞদের মতে বাবর আজম এই মুহূর্তে যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সেই কারণেই বিরাট কোহলি, জো রুট ও স্টিভ স্মিথদের সঙ্গে বাবর আজমের তুলনা টানা শুরু হয়েগেছে। তবে এখনই বিরাটদের সঙ্গে পাকিস্তান অধিনায়কের তুলনা টানতে চান না ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি।
এক সাক্ষাৎকারে মহম্মদ শামি বলেন, ‘পাকিস্তান সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলছে। ওদের তিন-চার জন প্লেয়ার উঠে এসেছে, যারা দলকে অনেকটাই সাহায্য করেছে। কোনও সন্দেহ নেই বাবর আজম গ্রেট প্লেয়ার। তবে এখনই স্টিভ স্মিথ, জো রুট বা বিরাট কোহলির সঙ্গে ওঁর তুলনা করা ঠিক নয়। আমি বলব বাবর আরও বহু বছর ক্রিকেট খেলুক। তারপর না হয় বিচার করা যাবে। এই মুহূর্তে ও যদি এভাবে ক্রিকেট খেলা 🌳চালিয়ে যেতে পারে তাহলে পাকিস্তানের অন্যতম সেরা হয়ে ও কেরিয়ার শেষ করবে। বাবর♏ আজমের জন্য আমার শুভকামনা রইল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।