গত বারের ক্রোয়েশিয়া দলের অধিকাংশ খেলোয়াড় কাতার বিশ্বকাপে নেই। তাতে কী? চারবছর পর আরও একবার ট্রফি জয়ের খোঁজে ক্রোয়েশিয়া। যে দলটির বড় শক্তি ক্রোয়েশিয়া দলের নায়ক ৩৭ বছরের লুকা মদ্রিচ। তাঁর নেতৃত্বেই এবারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ক্রোয়েশিয়ার ভক্তরা। এর মাঝেই প্রশ্ন উঠছে এটাই কি ক্রোয়েশিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়া দলের অধিনায়ক লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ? কারণ লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমনকী নেইমারকে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলছেন কাতার বিশ্বকাপই হল এই তারকাদের শেষ বিশ্বকাপ।
আরও পড়ুন… রোহিত শর্মা কি বাংলাদেশের𓆏 বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবেন? বড় আপডেট দ⛎িলেন জয় শাহ
তাহলে কি লুকা মদ্রিচও একই পথে হাঁটবেন? ৩৭ বছরের লুকা অবশ্য এ বিষয়ে কিছুই ভাবেননি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কঠিন ম্যাচের আগে সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। লুকা মদ্রিচ বললেন, ‘না, একেবারেই নয়। জাতীয় দল ছেড়ে যাব না। আমি ভীষণ ফিট, ঝরঝরে অনুভব করি। যতদিন পারব ততদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাব।’ জাপানের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে টানা ৯৫ মিনিট খেলার পর ৩৭ বছর🌃ের লুকাকে তুলে নেন কোচ ডালিচ। মদ্রিচ বলেছেন, ‘অবসর নেওয়ার এখনও কোনও কারণ দেখছি না। এটাই আমার ইচ্ছে। লোকে বলছে, জাতীয় দল ছেড়ে আমার ক্লাব ফুটবলে ফোকাস করা উচিত। আমি এতে বিশ্বাসী নই।’
আরও পড়ুন… ইংল্যান্ডের হয়ে ২৩টি টেস্ট খেলা গ্যারি ব্যালেন্স এখন জিম্বাবোয়ের হয়ে খ𝓰েলবেন
রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ড মায়েস্ত্রো আন্তর্জাতিক ফুটবল ছাড়াও ক্লাব ফুটবলে সফল কেরিয়ার রয়েছে। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং তিনটি লা লিগা খেতাব। মেসি, রোনাল্ডোর বাইরে ২০১৮ সালে ব্যালন ডি’অর পুরস্কার জিতে চমকে দেন। উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের তকমাও পান। অধ🧸িনায়কের আর্মব্যান্ড পরে দেশের হয়ে আরও এক পরীক্ষার সামনে লুকা। ব্রাজিলের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে ১৫৯তম ম্যাচ তাঁর।
বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ঠিক কী কী করতে হয় সেটা লুকা মদ্রিচ ভালোমতোই জানেন।ꦚ কাতারে ক্রোয়েশিয়ার পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। সমালোচকরা বলছেন, অনেকটা ভাগ্যের জোরেই শেষ আটে পৌঁছেছে ক্রোয়েশিয়া। এই পারফরম্যান্স নিয়ে বেশিদূর এগোনোর ক্ষমতা নেই তা🍸দের। শুক্রবার কোয়ার্টার ফাইনালের বড় ম্যাচের অপেক্ষায় ক্রোয়েশিয়া। প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম সেরা ব্রাজিল। সমালোচকরা বলছেন, শেষ আট থেকেই নাকি বিদায় নিতে হবে ক্রোয়েশিয়াকে। এখন দেখার লুকা মদ্রিচের ভাবনায় কী রয়েছে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের আক্ষেপ কি তিনি এবার মেটাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।