দলের জয়ে দেবদূত পাডিক্কালের বড়সড় অবদান রয়েছে। তবে ব্যাট হাতে কোনও অংশে কম অবদান রাখেননি অনামি রোহন পাতিল। দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে তব♚েই মাঠ ছাড়েন বছর কুড়ির বাঁ-হাতি ব্যাটসম্যান। স্ট্রাইক-রেটের নিরিখে পাডিক্কালের থেকেও ধংসাত্মক মেজাজে ব্যাট করেন। তা সত্ত্বেও ম্যাচের সেরার পুরস্কার উঠল ইতিমধ্যেই তারকা বনে যাওয়া দেবদূতের হাতে। স্বীকৃতি পেল না উঠতি ক্রিকেটারের লড়াই।
মহারাজা টি-২০ ট্রফিতে হুবলি টাইগ𝓰ার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল গুলবার্গ মিস্টিকসের। প্রথমে ব্যাট করে হুবলি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করে। লুবনিথ সিসোদিয়া ৩০, মহম্মদ তাহা ১৫, তুষার সিং ৪২, জ্ঞানেশ্বর নবীন ২৪ ও অভিমন্যু মিঠুন ৫ রান করেন।
২টি ꧑করে উইকেট নেন অভিলা🦩ষ শেট্টি, মনোজ ভান্ডেজ ও রিতেশ ভটকল। ১টি করে উইকেট নেন কাভেরাপ্পা ও অজিত কার্তিক।
পালটা ব্▨যাট করতে নেমে গুলবার্গ ১৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৬ রান তুলে নেয়। ৪৭ বলে ৬২ রান করে আউট হন পাডিক্কাল। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। রোহন পাতিল ৪০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া জেশ্বত আচার্য ১৭ রান করে নট-আউট থাকেন। ২০ বল বাকি থাকতে ম্যাচ জেতে গুলবার্গ।
উল্লেখ্য, রোহন ঠিক আগের 🔜ম্যাচেই মহীশূর ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জেতান গুলবার্গ মিস্টিকসকে। স♓েই ম্যাচে তিনি ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেন এবং মাত্র ৩৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।