সাংবাদিক সম্মেলন না করা নিয়ে প্রথমে ঝামেলা শুরু হয়েছিল। আয়োজকদের তরফে শাস্তির হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত অপমানিত হয়ে নিজেই রোলাঁ গারো থেকে সরে দাঁড়িয়েছেন নাওমি ওসাকা। আর এই ঘটনার জেরেই গোটা বিশ্ব জুড়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে। ভারতের মহিলা দলের টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক মিতালি রাজ পুরো সমর্থন জানিয়ে নাওমি ওসাকার পাশ🃏ে দাঁড়িয়েছেন। তাঁর মতে, ‘প্লেয়ারদেরও কিছু দূর্বল মুহূর্ত থাকে। আর সেই সময়ে তারা যদি মিডিয়াকে এড়িয়ে চলতে চায়, সেই অনুমতিটা দেওয়া উচিত।’
ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন মিতালি। সেখানে তিনি ওসাকাকে সমর্থন করলেও দাবি করেন, মিডিয়ার আরও বেশি করে মহিলা ক্রিকেটের পাশে দাঁড়ানো উচিত। মিতালি বলেছেন, ‘কোয়ারেন্টাইনে থাকাটা যে কোনও অ্যাথলিটের পক্ষে খুবই কষ্টকর। তবে যখন একটা টুর্নামেন্ট চলে, তখন আর সেই কষ্টটা অনুভব করতে পারি না। তবে আমি ব্যক্তিগত ভাবে কখনও সাংবাদিক সম্মেলন না করার কথা ভাবতে পারি না। আসলে মহিলাদের ক্রিকেট এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে সাংবাদমাধ্যমের সহযোগীতা খুবই প্রয়োজন। সেই সঙ্গে প্রচারটཧাও খুব প্রয়োজন।’
তবে এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘প্লেয়ারদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাটা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। বেশি করে যেগুলো টিম গেম নয়, ইনডিভিচুয়াল গেম, সে সমস্ত গেমের খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের আরও বেশি খেয়াল রাখা দরকার। ক্রিকেটে যদি অধিনায়ক সাংবাদিক সম্মেলন করতে নাও পারেন, সে ক্ষেত্রে কোচ, সিনিয়র প্লেয়াররা বিকল্প থাকেন। কিন্তু টেনিসে সেটা সম্ভব নয়। আমাদের আরও বেশি সংবেদনশীল হতে হব🍌ে। প্লেয়ারদেরও কিছু দূর্বল মুহূর্ত থাকে। আর সেই সময়ে তারা যদি মিডিয়াকে এড়িয়ে চলতে চায়, সেই অনুমতিটা দেওয়া উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।