ফর্ম্যাট বদলে আয়োজিত চলতি মরশুমের ♉রঞ্জি ট্রফি একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছে। সেমিফাইনাল টপকে টুর্নামেন্টে গিয়ে ঠেকেছে খেতাবি লড়াইয়ে। ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে মধ্যপ্রদেশ।
ফাইনাল ম্যাচের আগে মধ্যপ্রদেশকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে তাদের ব্যাটিং লাইনআপ। কেননা এখনও পর♍্যন্ত চলতি রঞ্জি ট্রফির ꦅসর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম দশজন ব্যাটসম্যানের তালিকায় তিনজন মধ্যপ্রদেশের প্রতিনিধি। অন্যদিকে তালিকায় মুম্বইয়ের ব্যাটসম্যান রয়েছেন একজন।
চলতি রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করেছেন সরফরাজ খান। মধ্যপ্রদেশের তিন ক্রিকেটার রজত পতিদার, যশ দুবে ও শুভম শর্মার থেকে তাঁর সংগৃহীত রান সংখ্যার ব্যবধান য♛তটা, তাতে অনায়াসে বলা যায় যে, ফাইনালের শেষেও তালিকার এক নম্বরেই থেকে যেতে𒈔 চলেছেন সরফরাজ।
ফাইনালের আগে পর্যন্ত রঞ্জি ট্রফি ২০২২-এর সেরা ১০জন রান সংগ্রহকারী:-
আরও পড়ুন:- ইউপি, দিল্লির থেকে প্রত্যাখ্যান, টায়🦋ার ক𝓡ারখানায় কাজ, কার্তিকেয়র লড়াই সহজ ছিল না
তালিকায় বাংলার ক্রিকেটার রয়েছেন একজন। বাংলা🍎র হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শাহবাজ আ🍌হমেদ রয়েছেন তালিকার সাত নম্বরে। এবারের রঞ্জিতে মন্দ খেললেনি বিরাট-কোহলি। মিজোরামের হয়ে তরুবর কোহলি ৫২৬ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার চার নম্বরে। ঝাড়খণ্ডের বিরাট সিং সংগ্রহ করেছেন ৩৯১ রান। তিনি রয়েছেন সার্বিক তালিকার ২২ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।