শুভব্রত মুখার্জি: কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। ভারত তথা বাংলার টেবিল টেনিসের ক্ষেত্রেও যেন সেই কথাটি প্রযোজ্য। ♔দীর্ঘদিন ধরেই ভারত তথা বাংলার ভার টিটি বোর্ডে বহন করে চলেছেন মৌমা দাস। আন্তর্জাতিক টুর্নামেন্ট হোক কিংবা জাতীয় টুর্নামেন্ট সবক্ষেত্রেই মৌমার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার সেই মৌমা দাসের নেতৃত্বেই চলতি জাতীয় গেমস থেকে প্রথম সোনা জিতে নিল বাংলা দল।
প্রসঙ্গত ৩৬ তম জাতীয় গেমসের আসর এই বছর বসেছে গুজরাটে। সেখানেই সোনা জিতেছে বাংলা দল। ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্রের। ফাইনালে মহারাষ্ট্রকে ৩-১ ফলে হারায় মৌমা দাসরা। চলতি গেমসে টিটিতে মহিলা বিভাগে আধিপত্য দেখিয়েই ফাইনালে পৌঁছে ছিল বাং📖লা দল। ফাইনালে তাদেরকে কঠিন লড়াইয়꧅ের মুখে ফেলে দেয় মহারাষ্ট্র। রীতিমতো ঘাম ঝরিয়েই সোনা জিততে হয়েছে মৌমাদের। শেষ পর্যন্ত মৌমা দাস, সুতীর্থা মুখার্জিরা ৩-১ ফলে জিতে সোনা জয় নিশ্চিত করে। উল্লেখ্য ৩৬তম জাতীয় গেমসে এটি বাংলার প্রথম সোনা।
মহারাষ্ট্রের হয়ে একমাত্র রিথ রিশ্য টেন্নিসন জয় পেয়েছেন বাংলার বিরুদ্ধে। তবে দিয়া চিতালে, স্বস্তিকা ঘোষরা মহারাষ্ট্রের হয়ে সাফল্যের মুখ দেখতে পাননি। উল্লেখ্য প্রায় তিন বছর বাদে কামব্যাক করলেন মৌমা দাস। আর কামব্যাকেই কামাল করে দিয়েছেন ৩৮ বছর বয়সি এই প্যাডলার। বাংলা প্রথম ম্যাচে ৩-০ ফলে ম্যাচ জিতে যায়। সুতীর্থাকে কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দেন রিথ। উল্লেখ্য বার্মিংহাম কমনওয়েলথ গেমসেই দুজনের অভিষেক হয়েছিল। সুতীর্থা নিজের ম্যাচ হেরে যান ৩-০ ফলে। দিয়া চিতালে এবং মনিকা বাত্রার বিরুদ্ধে এরপর লড়াই করেন মৌমা দাস। বাংলাকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। পাঁচ সেটের লড়া𒆙ইতে ৩-২ ফলে জেতেন তারা। শেষ ম্যাচে স্বস্তিকাকে ৩-২ ফলে হারিয়ে বাংলার হয়ে সোনা জয় নিশ্চিত করেন সুতীর্থা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।