শুভব্রত মুখার্জি : দীর্ঘ,কঠোর অনুশীলন তথা অনুশাসনের জীবন থেকে 'মুক্তি' পেতে এ বার একেবারে ছুটির মেজাজে চলে গেলেন ভারতের হয়ে অলিম্পিক্সের মঞ্চে ট্রꦏ্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে একান্তে সময় কাটাতে তিনি বেছে নিলেন নিস্তরঙ্গ সবুজ, নীল জলের সমুদ্রতটকে। নিজের টুইটার থেকে একটি শান্ত দ্বীপের ছবি পোস্ট করে নীরজ জানিয়ে দিলেন, তিনি পাড়ি জমিয়েছেন মলদ্বীপে। সেখানে ছুটির সময়টা তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চান। নিজের টুইটারে গোটা মলদ্বীপের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘অ্যালার্ম বন্ধ, ছুটির মেজাজ শুরু।’
উল্লেখ্য সদ্য সমাপ্ত টোকিও গেমসে জ্যাভলিন থ্রোতে সোনা জেতেন নীরজ। ৮৭.৫৮ মিটার থ্রোতে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের হয়ে প্রথম সোনা জয় নিশ্চিত করেন হরিয়ানার ছেল꧂ে। এই সোনা জয়ের পরেই কার্যত তাঁর জীবন বদলে যায়। সরকারি, বেসরকারি একাধিক মঞ্চে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য সেই উপলক্ষে সদ্য কলকাতাতেও ঘুরে গিয়েছেন তিনি। জীবনে স্বাভাবিক ভাবেই লেগেছে ব্যস্ততার ছোঁয়া। ফলে ব্যহত হয়েছে অনুশীলনও। সেই কারণেই সোনা জয়ের পরে নীরজ ঘোষণাও করেছিলেন, এই বছর আর কোনও প্রতিযোগিতায় তিনি নামবেন না। তাই ব্যস্ত জীবন থেকে নিজের জন্য, নিজের পরিবারের জন্য সময় বের করে নিতেই মলদ্বীপে পাড়ি জমিয়েছেন সোনাজয়ী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।