দীর্ঘ ১৩ বছর কেটে গিয়েছে ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেল অধ্যায় শেষ হওয়ার পর। তবে ক্ষোভের আগুন এখনও গনগনে হরভজন সিংয়ের মনে। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তথা প্রাক্তন অজি অধিনཧায়ক চ্যাপেল সম্পর্কে নিজের রাগ প্রকাশ করার সুযোগ পেলে কখনও পিছপা হন না হরভজন সিং।
আকাশ চোপড়ার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা প্রসঙ্গে ভাজ্জি আরও একবার ক্ষোভ উগরে দিলেন চ্যাপেলকে নিয়ে। জানালেন, গ্রেগের প্রশিক্ষণেই ২০০৭ ওয়ান ডে বি🔯শ্বকাপের ব্যর্থতা তাঁর ক্রিকেট কেরিয়ারের সবথেকে খারাপ সময়। সর্দার এও ইঙ্গিত দেন যে, সলিড একটা দলকে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নিয়েই ভারতে এসেছিলেন চ্যাপেল।
হরভজন বলেন, 'গ্রেগ চ্যাপেল কোচ হয়ে আসার পর আমাদের গোটা দলটাকেই ভেঙে দেয়। জানিনা কী উদ্দেশ্য নিয়ে ও এসেছিল। তবে কীভাবে সলিড একটা দলকে ভেঙে দিতে হয়, সেটা ওর ✃থেকে ভালো আর কেউ জানেনা। একমাত্র ভগবানই বলতে পারবেন ওর মনে কী ছি। সংবাদমাধ্যম ওর হাতে ছিল। ও যেটা চাইত, সেটাই লেখাতে পারত মিডিয়ায়। ও নিজে যেটা চাইত, সেটাই করতে অভ্যস্থ ছিল।'
ভাজ্জি পরক্ষণেই বলেন, '২০০৭-এর ওয়ান ডে বিশ্বকাপ আম𒀰ার ক্রিকেট কেরিয়ারের সবথেকে খারাপ সময় ছিল। আমার মনে হয়েছিল যে, আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং হয়ত দেশের হয়ে ক্রিকেট খেলার এটা সঠিক সময় নয়। আমার মনে হতো ভারতীয় ক্রিকেট 🧸ভুল লোকের হাতে রয়েছে।'
উল্লেখ্য, ২০০♚৭ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয় ভারতকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।