ভক্তমহলের উত্তেজন🐬ার পারদ চড়তে শুরু করেছে। আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন তারপরই শুরু হবে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএল। চূড়ান্ত মূহূর্তের অনুশীলন চলছে এই মুহূর্তে। এই বছরের আইপিএল শুরু হবে গত বছরের জয়ী দল গুজরাট টাইটান্স এবং আইপিএলের 🐽সবচেয়ে সফল টিম চেন্নাই সুপার কিংসের লড়াই দিয়ে। এই সপ্তাহের শুরুর দিকে লিগের অফিসিয়াল টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার পল কলিংউড এবং অ্যারন ফিঞ্চের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে তারা আইপিএল ২০২৩ নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেন।
ঘটনাচক্রে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ আইপিএলের নটি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। স্টার স্পোর্টসের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক পল কলিংউ🎶ড তাঁর নয়টি আইপিএল দলের নাম বলতে বলেন ফিঞ্চ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। কলিংউড মজার করে কটাক্ষ করেন এই অজি ক্রিকেটারকে। তিনি বলেন, 'আশ্চর্যের বিষয় হল কেউ ওকে ধরে রাখেনি। তাহলে সে কী করেছে তা বোঝাই যাচ্ছে।' সঙ্গে সঙ্গেই দুজনেই হেসে লুটিয়ে পড়েন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মন্তব্যে হাসতে হাসতে বলেন, 'আমি জানি, আমি জানি।'
২০১০ সালে রাজস্থান রয়্যালসের সঙ্গে ফিঞ্চ তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেন। তারপর ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দেন। দিল্লিতে দুই বছর কাটান ফিঞ্চ। দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গেই তিনি আইপিএলের সব থেকে বেশি সময় কাটিয়েছেন। ফিঞ্চ ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কিনে নেয়। পরের বছর তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন।🌱 তারপরে গুজরাটের হয়ে খেলেছেন তিনি। ২০১৮ সালে পঞ্জাবের সাথে এক মরশুম কাটানোর পর ২০২০ সালে আরসিবির হয়ে খ🍎েলেন অজি ক্রিকেটার। এরপর ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের সংসারে যুক্ত হন তিনি।
ফিঞ্চ চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তিনি অস্ট্রেলিয়াকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্🧸ব দেন। ২০১৫ܫ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।