শুভব্রত মুখার্জি:- মঙ্গলবার অর্থাৎ ৪ জুন এক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল লন টেনিস বিশ্ব। চলতি ফরাসি ওপেনের মাঝপথ থেকেই চোটের কারণে নাম তুলে নিতে বাধ্য হলেন লন টেনিস বিশ্বের জীব𝔉ন্ত কিংবদন্তি নোভাক জকোভিচ। নোভাক জকোভিচ নাম তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর ক্রমতালিকায় শীর্ষস্থান চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেল। ইতালির তারকা টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার নয়া ১ নম্বর হবেন।
꧙এটিপির তরফে এখন এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র। আর এর ফলে ইতিহাসের দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ইয়ানিক সিনার। প্রথম ইতালিয় ক্রীড়াবিদ হিসেবে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসার নজির গড়তে চলেছেন তিনি। এই কৃতিত্ব লন টেনিসের এতদিনের ইতিহাসে আর অন্য কোন ক্রীড়িবিদ করে দেখাতে পারেননি।
আরও পড়ুন… T20 WC 2024: ও তো কপিল দেবের ম🌟ত....শিবম দুবেকে নিয়ে একী বলে বসলেন স্টিফেন ফ্লেমিং
জকোভিচ চোটের কারনে ফরাসি ওপেনের মাঝপথেই তাঁর নাম প্রত্যাহারের কথা জানালেন তখন ইয়ানিক সিনার ব্যস্ত ফরাসি ওপেনে তাঁর ম্যাচ খেলতে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেই সময়ে তিনি মুখোমুখি হন গ্রিগর দিমিট্রভের। সে𝄹ই সময়েই আসে এই খবর। আগামী সপ্তাহে এটিপি তাদের নয়া ক্রমতালিকা প্রকাশ করবে। সেই তালিকতেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেললেন ইয়ানিক সিনার।
আরও পড়ুন… MLC 2024-তে খেলবেন প্যাট কামিন্স, San Frꦯancisco Unicorns-এর সঙ্গে করলেন চার বছরের চুক্তি
চলতি ফরাসি ওপেনে ইয়ানিক সিনারের যে পারফরম্যান্স এরপরে থাকুক না কেন তিনি শীর্ষস্থান ধরে রাখবেন।এই ঘটনার আগে ও অবশ্য📖 এক নম্বরে যাওয়ার রাস্তা সিনারের কাছে জানাই ছিল বলা চলে। তিনি জানতেন শীর্ষে যেতে🐓 গেলে রোলাঁ গারোতে তাঁকে ফাইনালে পৌঁছতেই হত।তবে এদিন নোভাক জকোভিচ তাঁর নাম তুলে নেওয়ার ফলে সেই কাজটা আগেই হয়ে গেল বলা চলে।
আরও পড়ুন… IPL 2024 এর মতো T20 WC 2024-এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালဣন করবেন ট্র্যাভিস হেড- কামিন্সের বড় মন্তব্য
ইতালির এই তারকা খেল🐽োয়াড় একেবারেই নবীন। এই বয়সেই তাঁর প্রতিভা নজর কেড়েছে সকলের। বেস লাইনে বেশ ভালো খেলেন তিনি।হাতে রয়েছে ভালো ড্রপ এবং ভলি গেমও। বয়স মাত্র ২২। অর্থাৎ এখন ও বেশ কয়েক বছর খেলা বাকি রয়েছে তাঁর। নোভাক জকোভিচের রেকর্ড ২৪ টি গ্রান্ড স্ল্যাম ভবিষ্যতে কেউ ভাঙবেন কিনা তা এখনো বলা সম্ভব নয়। তবে ফর্ম যদি ইয়ানিক সিনার ধরে রাখতে পারেন তাহলে এই নজির তিনি না ভাঙতে পারলেও কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা তো থাকছেই।
আরও পড়ুন… IPL 2025-এর আগ💞েই CSK-র মালিক ইন্ডিয়া সিমেন্টস বড় দায়িত্ব দিল অশ্বিনকে! হচ্ছে নাকি ঘরওয়াপসি?
এই মরশুমটা দুর্দান্ত কেটেছে ইয়ানিক সিনারের।তার সুফল তিনি এদিন🔯 পেলেন। মায়ামি ওপেন জেতার পাশাপাশি তিনি রটারড্যাম ওপেন ও জেতেন। পাশাপাশি এই বছরেই তিনি তাঁর কেরিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্ট ও জেতেন। এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন সিনার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।