শুভব্রত মুখার্জি: মার্কো ভ্যান বাস্তেন, রুড গুলিট, ডেনিস বার্গক্যাম্পদের দেশ নেদারল্যান্ডস। ক্রীড়া জগতে তাদের প্রসিদ্ধি ফুটবলের হাত ধরেই। এছাড়াও হকি, লন টেনিসের মতন খেলাগুলোতেও নিজেদের ছাপ ছেড়েছেন ডাচ তারকারা। তবে ক্রিকেটের মতন খেলাতে এখনও ভক্তদের চোখে ডাচরা ‘শিক্ষানবিশ’। নেদারল্যান্ডসের সেই ক্রিকেটাররাই কিন্তু সকলকে চমকে দিয়েছেন। আইসিসির অ্যাসোসিয়েট দেশ হয়েও তারা বিশ্বকাপের কোয়ালিফায়ারে অনবদ্য পারফরম্যান্স করে মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে। যেখানে দুইবারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, পূর্ণ সদস্য দেশ জিম্বাবোয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি, সেখানে ডাচদের এই পারফরম্যান্স কুর্নিশ যোগ্য। আর প্রিয় দলকে একদিনের ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে তুলতে বꦉদ্ধপরিকর ছিলেন ডাচদের এক ক্রিকেটার। স্বপ্♓ন সত্যি হলে মাথা কামানোর কথাও বলেছিলেন তিনি। দেশকে মূলপর্বে তোলার পরে এবার ন্যাড়া হয় গেলেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার তেজা নিদামানুরু। দলের সতীর্থদের দেওয়া কথা রাখলেন তিনি। দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেই তিনি মাথার চুল কামানোর কথা দিয়েছিলেন। নেদারল্যান্ডস বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতেই কথা রেখে ন্যাড়া হয়ে গেলেন তেজা।
জিম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় লড়াইয়ে নামা দেশগুলোকে পিছনে ফেলে মূলপর্বে পৌছে গিয়েছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। এই কোয়ালিফায়ারের ম্যাচ শুরুর দু’দিন আগে ডাচ ক্রিকেটার তেজা সতীর্থদের কথা দিয়েছিলেন যোগ্যতা অর্জন করতে পারলে মাথার চুল কামিয়ে ফেলবেন। সেই কথা রেখেছেন তিনি। তেজার আবার জন্মভূমি ভারত। যেখানেই বছর শেষে অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপের মূল পর্বের খেলা। ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জন্ম নিয়েছিলেন তেজা। তেজার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে। ২০১৭ সালে তিনি নেদারল্যান্ডসে চলে আসেন। ২০২২ সালে সুযোগ পান সে জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তেজার। আন্তর্জাতিক ক্রিকেটে দু’টি শতরান রয়েছে তাঁর। সেই ভারতেই ২৮ বছর বয়সী ক্রিকেট꧂ার তেজা বছর শেষে খেলতে আসছেন বিশ্বকাপে। উল্লেখ্য গত দুবার ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। ফলে এবার মূলপর্বে খেলতে মরিয়া হয়ে রয়েছেন ডাচরা।
কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। এরপর নেট রান র🧜েটের হিসাবে স্কটদেরকে পিছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পর সতীর্থ আরিয়ান দত্তকে অনুরোধ করেন তেজা নিজের মাথা কামিয়ে দিতে। ভারতীয় বংশোদ্ভূত আরিয়ান কথা্ রাখেন।এরপর ডাচদের টিম বাসে তেজার কথা দেওয়ার মুহূর্ত এবং মাথা কামানোর ভিডিয়ো শেয়ার 🐟করে ডাচ ক্রিকেট বোর্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।