শুভব্রত মুখার্জি:- শেষ কয়েক বছরে ভারতীয় শুটিংয়ের অভূতপূর্ব উন্নতি হয়েছে। রাইফেল শুটিং হোক কিংবা পিস্তল শু꧟টিং দুই বিভাগেই ভারতীয় শুটাররা বিশ্ব মঞ্চে বেশ ভালো পারফরম্যান্স করেছꦛেন। সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক গেমসেও শুটিং থেকেই ভারত একাধিক পদক জিতেছে। ভারতের প্রথম পদক ও এসেছে শুটিং থেকেই। এবার সেই ভারতীয় শুটিং দলের কোচের দায়িত্ব নিতে ইচ্ছাপ্রকাশ করেছেন রাইফেল শুটিংয়ের কিংবদন্তি পিটার উইলসন। যিনি ডাবল ট্র্যাপ শুটিংয়ের মহাতারকা। ভারতীয় শুটিং দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত গ্রেট ব্রিটেনের বাসিন্দা পিটার উইলসন। তাঁর ফেভারিট ইভেন্ট ছিল ডাবল ট্র্যাপ শুটিং। প্যারিস অলিম্পিক গেমসেও কোচ হিসেবে তিনি সাফল্যের মুখ দেখেছেন। তাঁর নেতৃত্বেই ব্রিটেনের শুটার ন্যাথান হেলস এবারেও প্যারিসে ট্র্যাপ শুটিংয়ে জিতেছেন সোনা। এবার আস😼ন্ন ২০২৮ লস অ্যাঞ্꧙জেলেস অলিম্পিক গেমসের জন্য ভারতীয় শুটারদের প্রস্তুত করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। ৩৭ বছর বয়সী এই শুটার কয়েক বছর আগে অলিম্পিক গেমসে নজির গড়েছিলেন। ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে তিনি অলিম্পিক্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ শুটার হিসেবে ডাবল ট্র্যাপ শুটিংয়ে সোনা জয়ের নজির গড়েছিলেন। এই বিভাগে বিশ্ব রেকর্ড ও রয়েছে তাঁর দখলেই।
আরও 🔯পড়ুন-১৯ জানুয়ারি অন🧔ূর্ধ্ব ১৯ মহিলা T20 বিশ্বকাপে অভিযান শুরু ভারতের!প্রতিপক্ষ উইন্ডিজ
ঘটনাচক্রে প্রথমে ক্রিকেট এবং স্নো বোর্ডিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন পিটার উ🥀ইলসন। তাঁর এই খেলা খেলতে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে। ফলে তিনি আর এই ক্রিকেট বা স্নো বোর্ডিং খেলা চালিয়ে যেতে পারেননি। বাধ্য হয়ে তিনি তখন শুটিংকে বেছে নেন। বাকি ইতিহ🧜াস সকলের জানা। পরবর্তীতে অলিম্পিক গেমস থেকে ডাবল ট্র্যাপ শুটিং উঠে যায়।তখন উইলসন ডাবল ট্র্যাপের বদলে ট্র্যাপ শুটিংয়ে কোচিং শুরু করেন।
আরও পড়ুন-RG কর-এর ঘটন𒈔ায় প্রতিবাদে সামিল ফুটবলার-সমর্থকরা! তবে দেখা মিলল না কোনও দলের কর্তাদের…
গ্রেট ব্রিটেনের ট্র্যাপ শুটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর প্রশিক্ষণে এই বছরেই ১২ বছরের খরা কাটিয়ে অলিম্পিক গেমসের শুটিং থেকে সোনা পেয়েছে গ্রেট ব্রিট🔜েন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমি আমার সিভি(বায়োডেটা) ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের কাছে ইমেল করেছি।এবার তাদের🌃 থেকে জবাব পাওয়ার আশাতে রয়েছি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।